নয়াদিল্লি: গত দুই বছর ধরে গোটা বিশ্বে রীতিমতো তাণ্ডব চালিয়েছে করোনা ভাইরাস৷ সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক৷ আগের মতোই চলছে জীবন৷ কোভিড বিধি ভুলে মাস্ক পরা শিকেয় তুলেছে অধিকাংশ দেশের মানুষ৷ কিন্তু এখনও সম্পূর্ণ কোভিডমুক্ত নই আমরা৷ কোভিড বিদায় নিয়েছে বলে যে সমস্ত দেশ মাস্ক পরা বন্ধ করেছে, তাদের সতর্ক করে দিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেই সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করার বার্তাও দিয়েছেন তাঁরা৷
আরও পড়ুন- নিলাম ডেকে প্রয়াত রানির ১৪টি শখের ঘোড়া বিক্রি করে দিলেন রাজা চার্লস
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এখনও কোভিড থেকে এখনই মুক্তি নেই৷ এর ঠিক পরেই বিশেষজ্ঞদের এহেন বার্তায় নতুন করে উদ্বেগে বিশ্ববাসী৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইট করে বলেন, ‘‘একজন ব্যক্তি অতীতে করোনা আক্রান্ত হলেও, পরবর্তীতে সংক্রমিত হতেই পারেন৷ একাধিকবার কোভিডে আক্রান্ত হওয়ার কথা আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু আমরা কেউই চাই না এই ঘটনার পুরনাবৃত্তি হোক৷ বিপদ থেকে রক্ষা পেতে চলুন মাস্ক ফিরিয়ে আনি।’’
কোভিড নিয়ে সতর্ক করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও৷ তাঁদের আশঙ্কা, শীতের মরশুমেই ফের বাড়বে করোনার প্রাদুর্ভাব৷ বিশেষ করে আগামী ফেব্রুয়ারি মাসে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে তাঁদের আশঙ্কা৷ তাঁরা জানাচ্ছেন, উত্তর গোলার্ধের দেশগুলিতে দৈনিক গড় সংক্রমণ ১৬.৭ মিলিয়ন থেকে বেড়ে ১৮.৭ মিলিয়ন পর্যন্ত হতে পারে৷
করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন-ও। তবে তাদের আশ্বাস, দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও, মৃত্যুর হার বিশেষ বাড়বে না। তাঁদের হিসাবে, আগামী ফেব্রুয়ারি মাসে গোটা বিশ্বে কোভিডে দৈনিক মৃত্যুর সংখ্যা ২ হাজার ৭৪৮ জন হবে৷ বর্তমানে এই সংখ্যাটা প্রায় ১ হাজার ৬৬০ জন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>