২৭ বছরের সম্পর্কে ইতি! মির্চি ছাড়লেন মীর, ছাড়ছেন না রেডিও

২৭ বছরের সম্পর্কে ইতি! মির্চি ছাড়লেন মীর, ছাড়ছেন না রেডিও

কলকাতা:  গত দু’ দশক ধরে কলকাতাবাসীর ঘুম ভেঙেছে তাঁর কণ্ঠে৷ ৯৮.৩ রেডিও মির্চিতে তাঁর গলা শোনার জন্য মুখিয়ে থাকতেন শ্রোতারা৷ মির্চির সঙ্গে সেই দীর্ঘ  সম্পর্কে এবার ছেদ টানলেন মীর আসফার আলি৷ শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায়  চমক দিয়ে জনপ্রিয় রেডিও সঞ্চালক মীর জানালেন রেডিও মির্চি ছাড়ার কথা৷ সেই সঙ্গে মীর তাঁর ফেসবুক পোস্টে এও লিখেছেন, ‘মির্চি ছাড়ছি, রেডিও নয়!’

আরও পড়ুন- কোভিড কাঁটা সব জেলায়, বঙ্গে সংক্রমণ ছাড়াল দেড় হাজার

রেডিও মির্চির সঙ্গে ২৭ বছরের সম্পর্ক তাঁর৷ এত দিনের সম্পর্ক ভাঙায় কষ্ট হওয়াটাই স্বাভাবিক৷ এদিন মীর তাঁর ফেসবুক পোস্টের সঙ্গে যে ছবিটি দিয়েছেন সেখানে রয়েছে তাঁর আকাশবাণীতে কাজ করার একটি ছবি। সেই ছবির পোস্টেই মীর লিখলেন, ‘6th August 1994 ~ 30th June 2022 , 27 Radioactive Years. এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের। ৬ই আগস্ট ’৯৪… Times FM.’ এই পোস্টের সঙ্গে মীর আরও লিখলেন, আমায় শোনার জন্য সবাইকে ধন্যবাদ। তবে মির্চি ছেড়েছি। রেডিও নয়। কষ্ট হচ্ছে… একটু…. ওই 98.3% মতন। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর’।  

মীর

মীরের এই পোস্টে মাথাচাড়া দিয়েছে নতুন প্রশ্ন৷ তবে কি অন্য কোনও রেডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন সঞ্চালক-অভিনেতা? নিজের আগামী প্রকল্প নিয়ে জল্পনা উস্কে দিয়ে একেবারে চুপ মীর৷ রহস্য উস্কে দিতেই অবশ্য ভালোবাসেন তিনি৷ তবে সানডে সাসপেন্স নয়, এদিন ফ্রাইডে সাসপেন্স জমিয়ে দিলেন মীর৷