আদানি থেকে আম্বানি, দিওয়ালিতে কোন ধনকুবের কত লাভ করলেন?

আদানি থেকে আম্বানি, দিওয়ালিতে কোন ধনকুবের কত লাভ করলেন?

3 stocks recomended

কলকাতা: দীপাবলীতে উর্ধ্বমুখী শেয়ারের সূচক৷ সোমবার ভারতীয় শেয়ার বাজার বন্ধ থাকলেও কিছুক্ষণের জন্য খুলেছিল শেয়ার মার্কেট। খুলতেই চাঙ্গা৷ 

আরও পড়ুন- অল্প বিনিয়োগেই দারুণ লাভ! দিশা দেখাচ্ছে আলোর এই ব্যবসা

হিন্দু সংবত ২০৭৯ সালের শুরু হিসেবে সোমবার সন্ধ্যা ৬টা ১৫ থেকে ৭টা ১৫ পর্যন্ত মুহরাত ট্রেডিং-এর সময় ধার্য করা হয়েছিল। এদিন অবশ্য আমেরিকান শেয়ার বাজার ছিল খোলা৷ দুই বাজারেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক এদিন হারিয়েছেন ২.০২ বিলিয়ন ডলার৷ এদিন টেসলার শেয়ার মূল্য ১.৪৯ শতাংশ কমে যায়। কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ভারতীয় শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানির৷  

এই দুই ভারতীয় ধনকুবেরের সম্পত্তি একলাফে অনেকটাই বেড়েছে। দিওয়ালিতে গৌতম আদানির সম্পত্তি বেড়েছে ৪২৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩৫৪৩ কোটি টাকারও বেশি। এই সম্পত্তি ব্রিটেনের নয়া রাজার মোট সম্পত্তির চেয়েও অনেক খানি বেশি। অন্যদিকে, মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েছে ২৮৪ মিলিয়ন ডলার। অর্থাৎ ২৩৫১ কোটি টাকা।

আদানি-আম্বানির পাশাপাশি দীপাবলিতে লাভের মুখ দেখেছেন ভারতীয় ধনকুবের শিব নাদার, আজিম প্রেমজি, রাধাকৃষ্ণ দামানি, লক্ষ্মী মিত্তাল, দিলীপ সাংভি এবং সাইরাস পুনাওয়ালারাও৷