বেজিং: গত কয়েক দশক ধরে পার্টি সং হিসাবে দারুন পপুলার মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ডান্সার’ সিনেমার বিখ্যাত ‘জিমি জিমি’ গানটি৷ ১৯৮২ সালে বলিউড কাঁপানো সেই গানই এখন চিনাদের প্রতিবাদের সুর৷ মুম্বই থেকে সোজা চিনে বাপ্পি লাহিড়ির মিউজিক্যাল ম্যাজিক৷ তাঁর জিমি জিমি-র সুর ঝড় তুলেছে গোটা চিনে৷ বাপ্পি দা’র সুরে ম্যান্ডারিন কথা বসিয়ে প্রতিবাদের সুর চড়াচ্ছে চিনা নেটিজেনরা।
আরও পড়ুন- লুলার জয়ে লালে রাঙা লাতিন, ব্রাজিল প্রমাণ করল বামপন্থীরা ফিরে আসতে জানে
বিষয়টা খুলে বলা যাক৷ গোটা চিনে এখন জিরো কোভিড পলিসি৷ বিধিনিষেধের চাপে জেরবার চিনের মানুষ৷ বাড়ছে নিত্য প্রয়োজনী জিনিসের অভাব৷ লকডাউন পরিস্থিতিতে তিতিবিরক্ত হয়েই এই পথ বেছে নিয়েছে চিনা যুব সমাজ। চিনের সোশ্যাল সাইটে রীতিমতো ‘ট্রেন্ডিং’ এই গান। জিমি জিমির সুরকে কাজে লাগিয়ে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে অন্তর্জালে৷ গানের কথা বদলে চিনারা গাইছেন, “Give me rice, give me rice”।
@ananthkrishnan on how Jimmy Jimmy is now Jie Mi (give me rice) for Chinese stuck at home during lockdowns.
The famous Bappi Lahiri’s score for Disco Dancer (made in the 80s) is widespread in China. https://t.co/WkvFng6t0T— Durgesh Dwivedi ✍🏼 🧲🇮🇳🇺🇸🎻 (@durgeshdwivedi) October 31, 2022
এই গানে ম্যান্ডারিন ভাষার বাংলা তর্জমা করলে মোটামুটি দাঁড়ায় – ‘আমায় ভাত দাও৷ ভাতের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে। আমার বাড়িতে ভাত নেই। বেশি ভাত দিতে হবে না। আমার বাড়িতে আছে কয়েকজন মাত্র সদস্য।’ প্রসঙ্গত, চিন সরকারের লকডাউন নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অ্যাপলের সর্ববৃহৎ কারখানা থেকে বেড়া ডিঙিয়ে পালাচ্ছেন কর্মীরা। হেনান প্রদেশের ঝেংঝউতে ফক্সকন পরিচালিত কারখানায় অ্যাপলের সবচেয়ে বেশি আইফোন তৈরি হয়। লক্ষাধিক কর্মী রয়েছে সেখানে৷
জানা গিয়েছে, অ্যাপলের ওই কারখানার কয়েকজন কর্মী কোভিড আক্রান্ত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ কারাখানা ছেড়ে পালাতে শুরু করেছেন অন্যরা। দিন কয়েক আগেই সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছিল৷ পরিস্থিতি স্বাভাবিক না হলে বিশ্বজুড়ে আইফোনের সরবরাহ বাধাপ্রাপ্ত হতে পারে। তবে কর্মীদের কারখানা ছা়যুক, তা চাইছে না ফক্সকন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>