বাজারে নতুন ফান্ডের ছড়াছড়ি, কিনবেন ভাবছেন? তার আগে দেখে নিন বেশ কয়েকটি বিষয়

বাজারে নতুন ফান্ডের ছড়াছড়ি, কিনবেন ভাবছেন? তার আগে দেখে নিন বেশ কয়েকটি বিষয়

imagesmissing

 কলকাতা: মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে৷ এতে বাজারগত ঝুঁকি যেমন রয়েছে, তেমনই রয়েছে উপার্জনের বড় সুযোগ৷  মিউচুয়াল ফান্ড নিয়ে ক্রমেই আগ্রহ বাড়ছে গ্রাহকদের মনে৷ বাজারে নানা রকম নতুন মিউচুয়াল ফান্ডও আসছে৷ ফান্ড ফেরিওয়ালারা নতুন কিছু বাজারে এলেই বলতে শুরু করেন, “এখানে ইনভেস্ট করে দেখতে পারেন, একেবারে  নতুন!”  সে কথা ভেবে অনেক সময় ফান্ড কেনার সিদ্ধান্ত নিয়েই ফেলেন গ্রাহকরা। ইউনিট পিছু তো ১০ টাকা খরচ!

আরও পড়ুন- ‘ফ্রি’র দিন শেষ! এবার ফেসবুক-ইন্সটাগ্রামের জন্য খসবে টাকা! চোখ কপালে ইউজারদের

তবে কোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে সাবধান! ফান্ড ফেরিওয়ালাদের কথার জালে জড়িয়ে পড়বেন না যেন। পা বাড়ানোর আগে একবার ভেবে দেখুন, যেটা কিনতে চলেছেন, সেটা আগে থেকেই আপনার ঝুলিতে নেই তো? কিংবা বাজারে সময়-পরীক্ষিত একই রকম অন্য কোনও ফান্ড নেই তো? কারণ, মিউচুয়াল ফান্ডের বাজারে এখন হাড্ডাহাড্ডি লড়াই৷ কে কতটা বাজার দখল করতে পারে, প্রতিটি মুহূর্তে সেই লড়াই চলছে ফান্ড হাউসগুলোর মধ্যে। সকলেই চাইছে সব রকম আকর্ষণীয় ফান্ড যেন তাদের হাতে থাকে। যাতে ক্রেতারা বিমুখ হতে না পারে৷ না, এটা কোনও মনোহারী দোকান নয়৷ তবে একটু গভীরে ভাবলে বুঝতে পারবেন, এই মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি কিন্তু আদতে পসরা সাজিয়ে বসেছে। যার যত বেশি পসরা, তার খদ্দের ধরার ক্ষমতাও তত বেশি। এ অবস্থায় আপনার করণীয় কী? দেখে নেওয়া যাক- 

* যে ফান্ডটি কেনার জন্য আপনাকে উৎসাহিত করা হচ্ছে, সেই ফান্ড কিসে লগ্নি করতে চায়, সবার আগে সেটি দেখে নিন।
* এ বার খুলে দেখুন আপনার ফাইল। দেখে নিন আপনার কাছে এমন ফান্ড আগে থেকেই আছে কি না, যা চরিত্রে এই নতুন ফান্ডের সমান৷

* একই চরিত্রের অন্য কী কী ফান্ড বাজারে ইতিমধ্যেই রয়েছে, সেটাও খতিয়ে দেখে নিন
* সবটা দেখার পরই এদের মধ্যে থেকে সবচেয়ে দক্ষটিকে বেছে নিন।

 

বাজারে চালু থাকা একই রকম ফান্ড যদি দক্ষতার সঙ্গে পরিচালিত হয়, সেখানে বিনিয়োগ করার ঝুঁকি অনেকটাই কম। কারণ, তার বাজার ইতিহাস আপনার হাতের মুঠোয় থাকবে৷ কিন্তু একদম নতুন ফান্ড চরিত্রগত ভাবে এক হলেও তার বাজার ইতিহাস আপনার জানা নেই৷ শুধু জানা থাকবে তার পরিচালকের পরিচালনার ইতিহাস। নতুন তহবিল বাজারে লগ্নি না করায় ফান্ড পরিচালনার দক্ষতাও জানা যায় না। তবে এমনটা ভাবা উচিত নয় যে, পরিচালক দক্ষতায় খাটো।