লাহোর: গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াজিরবাদে তাঁর নেতৃত্বে পদযাত্রা চলার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। ইমরানের পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে তিনি জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় তাঁর জীবন বেঁচেছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে একটি বিবৃতি দিয়েছেন তিনি। তাতেই ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- চোখ ধাঁধাঁনো অন্দরসজ্জা, কী নেই সেখানে! বিলাসবহুল বুর্জ খলিফায় একটি ফ্ল্যাটের দাম কত জানেন?
ইমরান বলেছেন, ‘আল্লা আমায় আরও একটা জীবন দিলেন। আল্লাহর ইচ্ছায় আমি আবার লড়াই করব।’ আপাতত লাহোরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে তাঁর দলের তরফ থেকে দাবি করা হয়েছ যে, ছয় রাউন্ড গুলি চালানো হয়েছিল ইমরানকে লক্ষ্য করে। বরাত জোরে তিনি বেঁচে গিয়েছেন। একে-৪৭ থেকে হামলা চালানো হয়েছিল বলেও দাবি। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে প্রথম গ্রেফতার করা হলেও ঘটনাস্থলে উপস্থিত জনতার প্রহারে তার বিরাট আঘাত লাগে। জানা গিয়েছে, গুলি চালানোর পরই জনসভায় উপস্থিত জনগণের হাতে ধরা পড়ে যায় দুষ্কৃতী। অভিযুক্তকে কিল-চড়-ঘুষিও মারতে থাকে উন্মত্ত জনতা।
খবর মিলেছে, এই ঘটনায় মোট ৯ জন আহত হয়েছে। আর ওই যুবক একাই ওই হামলা চালিয়েছিল বলেও পুলিশ জানিয়েছে। তবে অভিযুক্তকে আর কেউ বা কারা সাহায্য করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, ইমরান খানকে গুলি করাই মূল উদ্দেশ্য ছিল। সেই মতো পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে।