চোখ ধাঁধাঁনো অন্দরসজ্জা, কী নেই সেখানে! বিলাসবহুল বুর্জ খলিফায় একটি ফ্ল্যাটের দাম কত জানেন?

চোখ ধাঁধাঁনো অন্দরসজ্জা, কী নেই সেখানে! বিলাসবহুল বুর্জ খলিফায় একটি ফ্ল্যাটের দাম কত জানেন?

দুবাই:  পৃথিবীর উচ্চতম বহুতল  বুর্জ খলিফা গোটা বিশ্বের কাছে এক বিস্ময়৷ সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম আকর্ষণ এই গগনচুম্বী ইমারত৷ বুর্জ খলিফাকে ঘিরে পর্যটকদের মধ্যেও  উৎসাহের অন্ত নেই।

 

 

 

 

আরও পড়ুন- মাত্র ৩ মিনিট, ছুড়বে ক্ষেপণাস্ত্র, প্রতিদিন ১,৬০০ কিমি সফর করছে পুতিনের ‘নিউক্লিয়ার ট্রেন’

 

 

এই ইমারতের উচ্চতা ৮২৮ মিটার। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিয়ো মিলিয়ে মোট ৯০০ বাসস্থান রয়েছে। সেখানে ৩৫ হাজারেরও বেশি মানুষের বাস৷ 

বুর্জ

এই বহুতলের নামকরণ করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহ্ইয়ানের নামে। প্রথমে এর নাম দেওয়া হয়েছিল বুর্জ দুবাই। পরে প্রেসিডেন্টের সম্মানার্থে নাম বদল করে রাখা হয়ে বুর্জ খলিফা৷ 

২০০৪ সালের ৬ জানুয়ারি পৃথিবীর এই উচ্চতম বহুতল তৈরির কাজ শুরু হয়। ২০০৯ সালের ১ অক্টোবর শেষ হয় বুর্জ খলিফার নির্মাণ কাজ৷ ২০১০ সালের ৪ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে এই উদ্বোধন করা ১৬৩ তলার এই বহুতল৷ এই ইমারতের নামে বহু রেকর্ড রয়েছে। যা পৃথিবীর আরও কোনও বহুতলে নেই৷ 

পৃথিবীর আর কোনও বহুতলে এতগুলো তল নেই৷ কিন্তু, পৃথিবীর উচ্চতম এই বহুতলের অন্দরে কী রয়েছে? কী ভালো সাজানো হহয়েছে চোখ ধাঁধানো বুর্জ খলিফাকে?  এর অন্দরমহলের পরতে পরতে রয়েছে বিস্ময়৷ 

বুর্জ

বুর্জ খলিফার মধ্যে মোট ৪টি সুইমিং পুল রয়েছে৷ একটি ৪৩ তলায়, একটি ৭৬ তলায় এবং বাকি দু’টি রয়েছে ‘দ্য ক্লাব’-এর ছাদ (রুফটপ) এবং এক পাশে। ‘দ্য ক্লাব’ হল বুর্জ খলিফার স্বাস্থ্যচর্চা কেন্দ্র।

লাইব্রেরি

বুর্জ খলিফার ১২৩ তলায় রয়েছে সুবিশাল একটি লাইব্রেরি। বহুতলের ৪৩, ৭৬ এবং ১২৩ তলায় রয়েছে কাচ দিয়ে ঘেরা বড় বড় হল ঘর (স্কাই লবি)। বিভিন্ন অনুষ্ঠান এই হলগুলি ভাড়া নেওয়া হয়।

হল ঘর

বুর্জ খলিফার ভিতরে রয়েছে ‘অ্যাটমোসফিয়ার’৷ যা  পৃথিবীর উচ্চতম রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম। ২০২১ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্বের উচ্চতম রেস্তোরাঁ৷ সম্প্রতি তার মুকুট ছিনিয়ে নিয়েছে চিনের একটি বহুতলে তৈরি রেস্তোরাঁ৷ 

অ্যাটমোসফিয়ার

বুর্জ খলিফার ১৪৮ তলায় রয়েছে পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেক৷ মাটি থেকে ৫৫৫ মিটার উঁচুতে থাকা এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে৷ এখানে দাঁড়ালে গোটা দুবাই শহরটিকে ছবির মতো দেখায়৷ বুর্জ খলিফা থেকে ১৫৩ কিলোমিটার দূরে অবস্থিত ইরানের সমুদ্র উপকূলও এখান থেকে নজরে আসে৷ 

অবজারভার

বুর্জ খলিফার ১ থেকে ৮ তলা জুড়ে থাকা আরমানি হোটেলে রয়েছে ১৬০টি ঘর৷ বুর্জ খলিফার বাসিন্দারা তো বটেই, বাইরে থেকে মানুষ এসেও এই হোটেলে থাকতে পারেন। নিজস্ব স্পা, সুইমিং পুল, লাইব্রেরি এবং জিম রয়েছে আরমানির।

আরমানি

এছাড়াও বুর্জ খলিফার নিজস্ব দোকান, বাজার, শপিং মল রয়েছে। কোনও কিছু কেনার জন্য এখানকার বাসিন্দাদের বাইরে যেতে হয় না৷ পৃথিবীর উচ্চতম এই বিলাসবহুল বহুতলে থাকার খরচ কত জানেন? বুর্জ খালিফার ৪ ‌থেকে ৫ বেডরুমের অ্যাপার্টমেন্টের মূল্য ২ কোটি ৭ লক্ষ ডলার৷ যা ভারতীয় মুদ্রায় ২০০ কোটি টাকারও বেশি।

এছাড়াও বুর্জ খলিফায় এক একটি স্টুডিয়ো অ্যাপার্টমেন্টের দাম ২০ লক্ষ আরবীয় মুদ্রা৷ ভরতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 6 =