কলকাতা: তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না!
আরও পড়ুন- রূপই অস্ত্র! প্রেমের ‘ফাঁদ’ পেতে অপরাধীদের ধরেন এই মহিলা পুলিশ অফিসার
আক্ষরিক অর্থেই বুঝি তাই! একই মনে ঠাঁই স্বামী আর প্রেমিকের৷ একই ঘরে সহাবস্থান তাঁদের! একই ছাদের তলায় বেশ সুখেই ঘর এই ত্রয়ীর! ত্রিকোণ এই সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক নেই তাঁদের৷
স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন সেই সম্পর্ককে ছাড়খাড় করে দেয়৷ এমনটাই হয়ে আসছে যুগ যুগ ধরে৷ বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বীকৃতি দেয় না আইনও৷ কারণ, আইনের চোখে তা অবৈধ৷ পরস্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অপরাধে শাস্তি পেতে হত তৃতীয় পুরুষটি। কিন্তু, সব সম্পর্কের সমীকরণ যে এক নয়, সে কথা আরও একবার প্রমাণ করে দিলেন এই তিনজন। স্বামী এবং প্রেমিক, উভয়কে নিয়েই একত্রবাসের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন মুলুকের এই মহিলা। এই দুনিয়ার চোখে তাঁদের সম্পর্ক অদ্ভূত৷ কিন্তু তাঁদের দাবি, এর ফলে দিব্যিই সুখে আছেন তাঁরা। এই ত্রিকোণ সম্পর্কে কোনও অশান্তি নেই, আবার যৌথ সম্পর্কের একঘেয়েমিও নেই, এমনটাই দাবি ওই মহিলার।
আমেরিকার ইন্ডিয়ানা অঞ্চলের বাসিন্দা নিকোল প্রায় ৮ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রায়ানের সঙ্গে৷ তাঁদের দাম্পত্যে সন্তানও রয়েছে তাঁদের। কিন্তু যত যাচ্ছে ততই যেন ফিকে হয়ে যাচ্ছিল তাঁদের সম্পর্ক৷ কিছু একঘেয়ে লাগছিল৷ প্রথম পর্বের সেই রোমাঞ্চ হারিয়ে বরই সাদামাটা কাটছিল দাম্পত্য। নিজেদের সম্পর্ককে নতুন করে সাজিয়ে তুলতে তাঁরা ঠিক করেন, পছন্দমতো সঙ্গী খুঁজে তাঁদের সঙ্গেও এবার থেকে সময় কাটাবেন। সেই মতোই বছর দু’য়েক আগে নিজের প্রাক্তন প্রেমিক রুনির সঙ্গে যোগাযোগ করেন নিকোল। কথা বলে জানতে পারেন, তাঁর সঙ্গে সময় কাটাতে কোনও আপত্তিই নেই তাঁর প্রাক্তন প্রেমিকের। নতুন করে তাঁদের মধ্যে একটা আবেগের সম্পর্ক গড়ে ওঠে৷ তাঁরা ঘনিষ্ঠ হতে শুরু করেন৷ এদিকে শর্ত মেনে প্রাক্তন প্রমিকের সঙ্গে স্ত্রীর এই ঘনিষ্ঠতা নিয়ে কোনও আপত্তি জানাননি রায়ানও। উলটে রুনিকে তাঁদের সঙ্গে এসে থাকার আহ্বান জানান। তবে থেকেই তাঁদের ঠিকানা এক৷ স্বামী ও প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে দিব্যি সংসার করছেন৷ বর্তমানে নিকোলের দুই সন্তানের সঙ্গেও দারুণ বন্ডিং গড়ে উঠেছে রুনির। নিকোলের কথায়, তাঁকে নিয়ে পরিবারের দুই পুরুষের মধ্যে কোনোরকম ঈর্ষা বা রেষারেষি নেই। তাঁরা তিনজনে সমমনস্ক হওয়ায় এই সম্পর্ক মেনে নিতে কাররই অসুবিধা হয়নি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>