কে চালিয়েছে প্রথম গুলি? কারা ভেঙেছে সীমান্ত-চুক্তি? সাফ জানাল ভারতীয় সেনা

কে চালিয়েছে প্রথম গুলি? কারা ভেঙেছে সীমান্ত-চুক্তি? সাফ জানাল ভারতীয় সেনা

efe65a5665fe770f34b13a2baaa9bd91

 

নয়াদিল্লি: গত মে মাস থেকেই উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একাধিক বার আগ্রাসী পদক্ষেপ করেছে লাল ফৌজ৷ এবার পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলল চিন৷ যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে ভারতীয় সেনা৷ ভারতের পাল্টা দাবি, চিন সেনাই প্রথম শূন্যে গুলি ছোড়ে৷ ভারতীয় পোস্টের কাছে আসার চেষ্টাও করে তারা৷  এর পরেই জবাব দেয় ভারত৷  
 

আরও পড়ুন- সীমান্ত পরিস্থিতি অত্যন্ত গম্ভীর, রাজনৈতিক স্তরে গভীর আলোচনার প্রয়োজন : জয়শঙ্কর

সোমবার সন্ধ্যায় লাদাখে ঠিক কী কী ঘটেছে, সে সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীর তরফে বিস্তৃত বিবৃতি দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, চিনই প্রথম দ্বিপীক্ষিক চুক্তি লঙ্ঘন করে আক্রমণাত্মক পদক্ষেপ করে৷ ভারতীয় সেনার দাবি, ‘‘প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত যখন ডিসএনগেজমেন্ট (মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো) এবং ডিএসকালেশন (সেনা সংখ্যা কমানো) চুক্তি পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন ক্রমাগত উস্কানিমূলক সামরিক পদক্ষেপ করে চলেছে চিন৷ কোনও ভাবেই ভারতীয় সেনা এলএসি পেরোয়নি বা গুলি চালানোর মতো আক্রমণাত্মক পদক্ষেপ করেনি৷’’ 

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে চিনের তরফেই প্ররোচনা দেওয়া শুরু হয়। চিনের সেনাবাহিনী ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে। ওই চূড়ায় মোতায়েন রয়েছে ভারতীয় সেনা। তারা আগ্রাসীভাবে ভারতীয় পোস্টের দিকে এগিয়ে আসে৷ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে৷ পাল্টা জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনা৷ সময়মতো উচ্চপদস্থ আধিকারিকরা এই বিষয়ে হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারত বলেই সেনা সূত্রে খবর৷ 

আরও পড়ুন- লাদাখ সীমান্তে চলল গুলি, চিনের অভিযোগ হাওয়ায় ওড়াল ভারতীয় সেনা

8b418a4338a974961a47ffb6b0c9251d

এদিন সকালে চিন যাবতীয় দোষ ভারতের ঘাড়েই চাপায়৷  পিএলএ-র মুখপাত্রের দাবি, লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ উপকূলে এলএসি পেরিয়ে চিনের সীমান্তে ঢুকে পড়েছিল ভারতীয় সেনা৷ তারপরেই ভারতের তরফে 'ওয়ার্নিং শট' বা সতর্কতামূলক গুলি চালানো হয়৷ পরিস্থিতি স্থিতিশীল করতেই পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হয় লাল ফৌজ৷ ভারতের এই পদক্ষেপ ‘খুব খারাপ প্রকৃতির ও গুরুতর প্ররোচনামূলক’ বলেই আখ্যা দিয়েছে বেজিং৷ ‘‘ভারতীয় বাহিনীকে অবিলম্বে এই ভয়ঙ্কর কাজ বন্ধ করতে বলা হয়েছে।’’ 

গত ২৯/৩০ অগাস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল পিএলএ৷ দু’দিন পর একই ভাবে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়৷ যদিও দু’বারই তাদের প্রচেষ্টা ভেস্তে দেয় ভারতীয় সেনা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *