মানবিকতার নজির, চিন থেকে আসা চমরি গাই, বাছুর ফেরাল ভারতীয় সেনা

মানবিকতার নজির, চিন থেকে আসা চমরি গাই, বাছুর ফেরাল ভারতীয় সেনা

 

নয়াদিল্লি: পূর্ব লাদাখ সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই মানবিক রূপ ভারতীয় সেনাবাহিনীর৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিন থেকে ভারতীয় ভূখণ্ডে অরুণাচলে ঢুকে পড়েছিল কিছু চমরি গাই আর বাছুর৷ সেখানে তাদের ঘোরাঘুরি করতে দেখেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জওয়ানরা৷ খোঁজ নিয়ে তাঁরা জানাতে পারেন চিন থেকেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে ১৩টি চমরি গাই ও চারটি বাছুর৷ এর পরই এই চমরি গাই আর বাছুরগুলিকে  চিনের হাতে তুলে দেয় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা৷ 

আরও পড়ুন- চিনের পরিবর্তে ভারতে বিনিয়োগ করলে মিলবে ভর্তুকি, ঘোষণা জাপানের

 

ইস্টার্ন কমান্ডের জওয়ানরা জানিয়েছেন, তাঁদের এই মানবিক কাজের প্রশংসা করেছে চিন৷ ধন্যবাদ জানিয়েছে তাঁদের৷ ইস্টার্ন কমান্ডের তরফে একটি টুইটে বলা হয়, ‘‘মানবিক পদক্ষেপ হিসাবেই এলএসি পেরিয়ে ভারতে ঢুকে পড়া ১৩টি চমরি গাই ও ৪টি বাছুরকে চিনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে৷ গত ৩১ অগাস্ট সীমান্ত পেরিয়ে চিন থেকে অরুণাচল প্রদেশের ইস্ট কামেং-এ ঢুকে পড়েছিল এগুলি৷ সোমবার তাদের চিনের হাতে তুলে দেওয়া হয়৷ উপস্থিত চিনা অফিসাররা এই মানবিক কাজের জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন৷’’ 

 

এদিকে পূর্ব লাদাখ সীমান্তে পরিস্থিতি ক্রমশ গম্ভীর হচ্ছে৷ গত ২৯/৩০ তারিখ রাতে প্যাংগং লেকের দক্ষিণ দিকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজ৷ দুদিন পর ফের একই চেষ্টা করে তারা৷ যদিও দু’বারই তাদের সেই প্রচেষ্টায় জল ঢেলে দেয় ভারতীয় সেনা৷ এর পর সোমবার বিকেলে সীমান্তে গোলাগুলি চলে৷ এই ঘটনার জন্য চিন ভারতকে দোষী করলেও, অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনই প্রথম শূন্যে গুলি চালায়৷ ভারতীয় পোস্ট লক্ষ্য করেও এগিয়ে আসার চেষ্টা করে তারা৷ এর পরেই পাল্টা জবাব দেয় ভারত৷ 

আরও পড়ুন- কে চালিয়েছে প্রথম গুলি? কারা ভেঙেছে সীমান্ত-চুক্তি? সাফ জানাল ভারতীয় সেনা

 

সীমান্ত পরিস্থিতি নিয়ে মস্কোয় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন রাজনাথ সিং৷ যদিও সেই বৈঠকে কোনও রফা সূত্রে মেলেনি৷ আগামী ১০ তারিখ মস্কোয় বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকে বসতে চলেছে দুই দেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =