সংসদে করোনার থাবা, অধিবেশনের শুরুতেই আক্রান্ত ১৭ জন সাংসদ

সংসদে করোনার থাবা, অধিবেশনের শুরুতেই আক্রান্ত ১৭ জন সাংসদ

 

নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল৷ আর সেই পরীক্ষা করাতে গিয়েই লোকসভার ১৭ জন সাংসদের রিপোর্ট পজিটিভ এল। গতকাল ও আজ, সোমবার তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। আক্রান্তদের মধ্যে ১২ জনই বিজেপি’ সাংসদ৷ এছাড়াও ওয়াইএসআর কংগ্রেসের দুই জন, শিবসেনা, ডিএমকে এবং আরএলপি’র একজন করে সাংসদের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে৷ 

আরও পড়ুন- অর্থমন্ত্রীকে নিয়ে সৌগত রায়ের আপত্তিকর মন্তব্যে উত্তাল সংসদ, নিঃশর্ত ক্ষমা দাবি বেজিপি’র

গতকাল বিজেপি’র সুকান্ত মজুমদার টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত হয়েছেন৷ গত কয়েক দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরও টেস্ট করানোর জন্য আবেদন জানান তিনি৷ এছাড়াও আক্রান্তদের মধ্যে রয়েছেন মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেজ, পারবেশ শাহিদ সিং-এর মতো সাংসদরা৷ সংসদে ৭৮৫ জন সাংসদের মধ্যে ২০০ জনের বয়স ৬৫ উর্ধ্ব৷ তাদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন৷  এর আগে ২৫ জন সাংসদ ও বিধায়কের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ 

আরও পড়ুন- নিজেদের জীবন নিজেরাই বাঁচান, কারণ ময়ূর নিয়ে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী: রাহুল

করোনা সংক্রমণের জন্য এ বার বাদল অধিবেশনে একধিক পরিবর্তন করা হয়েছে৷ অধিবেশনের সময় কমিয়ে দেওয়া হয়েছে। সংক্রমণ এড়াতে গোটা অধিবেশনে কাগজের ব্যবহার যতটা কম করা যায়, তার জন্য বেশির ভাগ নথিই ডিজিটাল মাধ্যমে রাখা হচ্ছে। দু’টি কক্ষেই ছড়িয়ে-ছিটিয়ে বসবেন সাংসদরা। সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে তাঁদের বেঞ্চের সামনে ও পাশে একটি করে প্লাস্টিক শিল্ডও তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও এবার পৃথক সময়ে বসবে রাজ্যসভা এবং লোকসভা অধিবেশন৷ এদিন লোকসভার চেম্বারে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। আর মূল চেম্বারের ঠিক উপরে দর্শক গ্যালারিতে হাজির ছিলেন ৩০ জনেরও বেশি সদস্য।  এবার ক্যান্টিনে রান্না বন্ধ রাখা হবে। এর পরিবর্তে প্যাকেটে ড্রাই ফুড সরবরাহ করা হবে সাংসদদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =