গৃহঋণের উপর ২ বছর EMI ছাড় দিচ্ছে SBI, স্বস্তিতে গ্রাহকরা

গৃহঋণের উপর ২ বছর EMI ছাড় দিচ্ছে SBI, স্বস্তিতে গ্রাহকরা

 

নয়াদিল্লি: কোভিড পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর গৃহঋণ ও খুচরো ঋণগ্রীতাদের জন্য সুখবর৷ এসবিআই তার গ্রাহকদের ২৪ মাসের জন্য ঋণ পরিশোধের ক্ষেত্রে মোরাটোরিয়াম বা কিস্তি পুনঃনির্ধারণ এবং ঋণ পরিষোধের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে৷ 

আরও পড়ুন- এবার রাজ্যসভার অধিবেশন বয়কট বিরোধীদের, অনশনে বসলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

 

ব্যাঙ্কের তরফে বলে হয়েছে, ঋণ শোধ করার মোরাটোরিয়াম সর্বোচ্চ ২ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এককালীন রিলিফের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সুবিধা দিচ্ছে এসবিআই৷ যে সকল গ্রাহক ১ মার্চ ২০২০-র আগে গৃহঋণ বা খুচরো ঋণ নিয়েছিলেন, তাঁরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন৷ তবে এই সুবিধা পেতে গেলে করোনা প্যান্ডেমিকের জেরে তাঁদের উপার্জন যে প্রভাবিত হয়েছে, তার প্রমাণ দিতে হবে গ্রাহকদের৷

এসবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর সিএস শেট্টি বলেন, ‘‘পুনর্গঠনের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে গ্রাহক মূল্যায়নের উপর৷ কবে তাঁদের উপার্জন স্বাভাবিক হবে বা কবে তাঁরা ফের কাজে বহাল হবেন তার উপরে৷’’ এসবিআই-ই দেশের মধ্যে প্রথম ব্যাঙ্ক যারা প্যান্ডেমিকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য এই পদক্ষেপ করেছে৷ তবে খুব শীঘ্রই এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এই পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে৷ এইচডিএফসি ব্যাঙ্ক অনলাইন আবেদনের সুযোগ দিচ্ছে৷ গ্রাহকদের রোজগার স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের এই সুযোগ দেওয়া হবে৷ এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে গ্রাহকরা৷

আরও পড়ুন- এবার সোনার দামে কিনতে হবে আলু-পেঁজায়-ডাল-তেল? ‘একুশে’ আইন পাস কেন্দ্রের

প্রসঙ্গত, এসবিআই তার ৪০ কোটি গ্রাহকদের জন্য তাদের পরিষেবায় এনেছে ৪টি বড় পরিবর্তন। যেমন এটিএম থেকে টাকা তোলা, ফিক্সড ডিপোজিট এবং লোন৷ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বলা হয়েছে, ১০ হাজার টাকা বা তার বেশি তুলতে হলে সারাদিন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল ফোনটি অবশ্যই সঙ্গে রাখতে হবে। কারণ, মোবাইলে আসা ওটিপি দিয়েই টাকা তোলা যাবে। এখন সকাল ৮টা থেকে রাত ৮টা ডেবিট কার্ডের পিন ছাড়াও মোবাইলে ব্যাঙ্কের পাঠানো ওটিপি দিতে হয় ১০ হাজার বা তার বেশি অঙ্কের টাকা তুলতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *