শীতের উৎসবে আরও প্রকট হতে পারে করোনা, তাই মাস্ক মাস্ট, বলছে সরকার

শীতের উৎসবে আরও প্রকট হতে পারে করোনা, তাই মাস্ক মাস্ট, বলছে সরকার

নয়াদিল্লি: আসছে শীতের মরশুম৷ শীতের ছোঁয়া মানেই চারিদিকে উৎসবের আমেজ৷ কিন্তু শীতকাল মানেই সর্দি-কাশি আর ঠাণ্ডা লাগা৷ এই সময় অনেকেরই শ্বাসকষ্ট হয়৷ শ্বাসযন্ত্রে সংক্রমণ হওয়াটাও স্বাভাবিক৷ আসন্ন শীতে কোভিড পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে কিনা, তা নিয়ে উদ্বিগ্ন সরকার৷ 

আরও পড়ুন- ভাঙল TATA-র ৭০ বছরের সংসার! টাটা সন্সের সঙ্গে বিচ্ছেদ সাপুরজি-পালোনজির

এদিন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ড. বিনোদ পাল বলেন, ‘‘আগামী দুই-তিন মাস খুবই গুরুত্বপূর্ণ৷ আমাদের সব রকমের সতর্কতা অবলম্বন করতে হবে৷ মাস্কের সার্বজনীন ব্যবহার নিশ্চিত করতে হবে৷ উৎসবের মরশুমেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷’’ তিনি আরও বলেন, ‘‘শীতকালে ঠাণ্ডা লেগে সংক্রমণ খুব বেশি ছড়ায়৷ কোভিডও আমাদের শ্বাসযন্ত্রের উপরেই আঘাত হানে৷  ফলে ভাইরাস যাতে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে না পারে, সে দিকে খেয়াল রাখতে হবে৷’’  ড. বিনোদ পালের কথায়, ‘‘এই জন্যই মাস্ক পরা খুবই গুরুত্বপূর্ণ৷ বিজ্ঞান এবং অভিজ্ঞতা দুটোই মাস্কের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কতখানি, তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে৷ প্রতিটি দেশের মানুষই মাস্ক ব্যবহার করছেন৷ বিজ্ঞান বলছে, মাস্ক ব্যবহারের ফলে ৩৬ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সংক্রমণ কম হতে পারে৷’’   

এদিকে দেশে করোনা সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে৷ প্রতিদিনই সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হচ্ছে৷ আগামী কয়েক মাসে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা৷ এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে সরকার৷ প্রতিদিন সংক্রমণের হার ৯০ হাজারের উপর থাকার পর সোমবার কিছুটা সংক্রমণের সূচক নামে৷ কিন্তু কোনও ভাবেই পরিস্থিতি হালকা ভাবে নিতে নারাজ কেন্দ্র৷ 

আরও পড়ুন- স্কুল-কলেজ পড়ুয়াদের ১১ হাজার টাকা দিচ্ছে কেন্দ্র! সত্যি না গুজব, পড়ুন বিস্তারিত?

আগামী কয়েক মাসে কী আরও বেশি করে বেড়ে যাবে সংক্রমণ? এর জবাবে ড. পাল বলেন, ‘‘শীত আসছে৷ আসছে উৎসব৷ ফলে সংক্রমণের মাত্রা বাড়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল৷ আর ঠিক সেই কারণেই সতর্কতা অবলম্বন করা প্রয়োজনা৷ এই প্যান্ডেমিকের ফলে যে বিপুল ক্ষতি হয়েছে আপাতত সেই ক্ষতিপূরণ করাটাই অগ্রগণ্য৷ এর জন্য দেশের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে৷ কোনও ভাবেই মাস্ক পরার ক্ষেত্রে শিথিলতা আনা যাবে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *