নয়াদিল্লি: দীর্ঘ সাত দশকের সম্পর্কে এবার ইতি পড়তে চলেছে৷ টাটা সন্সের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসতে চলেছে সাপুরজি-পালনজি (এসপি) গোষ্ঠী৷ মঙ্গলবার এক বিবৃতিতে সাপুরজি-পালনজির তরফে বলা হয়, টাটা সন্সের সঙ্গে বিচ্ছেদের সময় এসে গিয়েছে৷ ‘‘গত সত্তর বছর ধরে পারস্পরিক আস্থা, বিশ্বাস আর বন্ধুত্বের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছিল৷ কিন্তু দুঃখের সঙ্গেই জানাচ্ছি, সকলের স্বার্থ সুরক্ষার জন্যই আমাদের আর একসঙ্গে থাকা সম্ভব নয়৷’’
আরও পড়ুন- স্কুল-কলেজ পড়ুয়াদের ১১ হাজার টাকা দিচ্ছে কেন্দ্র! সত্যি না গুজব, পড়ুন বিস্তারিত?
২০১৬ থেকেই টাটা গোষ্ঠীর সঙ্গে মনমালিন্য চলছিল মিস্ত্রি পরিবারের৷ টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাপুরজি-পালনজি পরিবারের সদস্য সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পর থেকেই তিক্ততার শুরু৷ পালোনজি মিস্ত্রির ছোট ছেলে হলেন এই সাইরাস৷ এই মুহূর্তে টাটা গোষ্ঠীর হোল্ডিং সংস্থা টাটা সন্সের ১৮.৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এসপি গোষ্ঠীর হাতে৷ তাঁরাই টাটা গোষ্ঠীর দ্বিতীয় বৃহত্তম অংশীদার৷ কিন্তু নিজেদের সম্পূর্ণ শেয়ার বিক্রি করে এবার পাওনা বুঝে নিতে চান মিস্ত্রিরা৷ টাটারাও যে আর মিস্ত্রি পরিবারের সঙ্গে থাকতে চায় না তা বোঝাতে পুরো অংশীদারি কেনার প্রস্তাব দিয়েছে৷ যার মূল্য ১ লক্ষ কোটি টাকা৷
আরও পড়ুন- শেষ ৫ বছরে ৫৮ দেশ ঘুরেছেন প্রধানমন্ত্রী, বিদেশ সফরে খরচের বহর কত জানেন?
বেশ কিছু দিন ধরেই তাঁদের মধ্যে আইনি লড়াই চলছিল৷ মূলত তাঁদের না জানিয়েই শেয়ার বন্দক রেখে টাকা তোলার অভিযোগেই সুপ্রিম কোর্টে গিয়েছিল টাটা গোষ্ঠী। এদিন এসপি গোষ্ঠী শীর্ষ আদালতকে জানায়, ‘‘এ বার টাটা গোষ্ঠীর সঙ্গে বিচ্ছেদ হওয়াটা জরুরি। কারণ দু’পক্ষের আইনি লড়াইয়ের জেরে পারে বহু মানুষের (শেয়ারহোল্ডার ও কর্মী) জীবন ও অর্থনীতির উপর তার প্রভাব পড়তে পারে।’’ তবে আদালতের নির্দেশে ২৮ অক্টোবর পরবর্তী শুনানি পর্যন্ত শেয়ার বন্দক বা হস্তান্তর করতে পারবে না সাপুরজি-পালনজি গোষ্ঠী৷