নয়াদিল্লি: গেম লাভার্সদের জন্য দুঃসংবাদ৷ ভারতে আজ থেকে আর খেলা যাবে না পাবজি মোবাইল এবং পাবজি মোবাইল লাইট৷ বৃহস্পতিবার সংস্থার তরফে একটি ফেসবুক পোস্টে ভারতে পাবজি বন্ধ হওয়ার কথা ঘোষণা করে সংস্থার কর্তৃপক্ষ৷ একই বার্তা গেমস কমিউনিটি ফোরামেও পোস্ট করা হয়েছে৷ জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই গেমিং অ্যাপটি নিষিদ্ধ করেছিল ভারত সরকার৷ জনপ্রিয় গেম পাবজি সহ মোট ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করা হয়ে৷ গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয় পাবজি মোবাইল এবং পাবজি মোবাইল লাইটকে৷
আরও পড়ুন- সন্ত্রাসভুক্ত দেশ নয়, সারা বিশ্ব জানে পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে: বিদেশ মন্ত্রক
ফেসবুকে পরিষেবা সমাপ্তির কথা ঘোষণা করে পাবজি-র তরফে বলা হয়, ‘‘২ সেপ্টেম্বর, ২০২০-তে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অন্তর্বর্তী আদেশ মেনে চলার জন্য টেনসেন্ট গেমস ভারতের ব্যবহারকারীদের জন্য পাবজি মোবাইল নরডিক ম্যাপ লিভিক এবং পাবজি মোবাইল লাইটে সমস্ত পরিষেবা ৩০ অক্টোবর ২০২০ থেকে বন্ধ করবে৷’’ ভারতীয় ইউজাররা আর গুগল অ্যাপ বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে পাবজি ডাউনলোড করতে পারবেন না৷
লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সম্পর্কের অবনতি ও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বাড়ার পরই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে ১১৮টি চিনা অ্যাপ নিধিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার৷ ভারতে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ পাবজি ইউজার ছিলেন৷ সেপ্টেম্বর মাসে এই গেমটি নিষিদ্ধ হলেও, যাঁদের ফোনে আগে থেকে পাবজি ডাউনলোড করা ছিল, তাঁরা এতদিন গেমটি খেলতে পারছিলেন। কিন্তু আজ থেকে সেটাও আর খেলা যাবে না৷ কিছুদিন আগেই পাবজি কর্পোরেশন তার অফিসিয়াল LinkedIn প্রোফাইলে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর, ভারতে পাবজি মোবাইল ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল৷ কিন্তু পাবজি’র এই ঘোষণায় সব জল্পনা শেষ হল৷
আরও পড়ুন- আশা জাগাচ্ছে বিসিজি টিকা, প্রবীণদের শরীরে তৈরি হচ্ছে অ্যান্টিবডি
মোবাইল গেমের মালিকানাধীন টেনসেন্ট গেমস ফেসবুকে একটি পোস্টে লেখে, ‘‘এটি অত্যন্ত দুঃখের বিষয়। কোম্পানি ইউজারদের ডেটা সংরক্ষণের ওপর সর্বদা গুরুত্ব দিয়ে এসেছে৷ তারা সব সময় ভারতের প্রযোজ্য ডেটা সুরক্ষা আইন এবং রেগুলেশন মেনে এসেছে। পাবজিকে ভালোবাসা ও সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ৷’’