সন্ত্রাসভুক্ত দেশ নয়, সারা বিশ্ব জানে পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি: সন্ত্রাসবাদের সংক্রান্ত ইস্যুতে বৃহস্পতিবার ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানের মন্তব্যে রীতিমতো অবাক। ইন্দো-মার্কিন যৌথ বিবৃতির পর আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে ইসলামাবাদের প্রতিক্রিয়া জানিয়ে ভারত বলেছে যে সন্ত্রাসবাদকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা সম্পর্কে গোটা বিশ্ব জানে। কোনও অস্বীকৃতিই এই সত্যকে আড়াল করতে পারে না।

নয়াদিল্লি: সন্ত্রাসবাদের সংক্রান্ত ইস্যুতে বৃহস্পতিবার ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানের মন্তব্যে রীতিমতো অবাক। ইন্দো-মার্কিন যৌথ বিবৃতির পর আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে ইসলামাবাদের প্রতিক্রিয়া জানিয়ে ভারত বলেছে যে সন্ত্রাসবাদকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা সম্পর্কে গোটা বিশ্ব জানে। কোনও অস্বীকৃতিই এই সত্যকে আড়াল করতে পারে না।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, যে দেশটি সর্বাধিক সংখ্যক জাতিসংঘ-অনুমোদিত সন্ত্রাসীদের আশ্রয় দেয়। সন্ত্রাসবাদ নিয়ে ভুক্তভোগী একথা বলা তাদে মুখে বেমানান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইন্দো-মার্কিন যৌথ বিবৃতিতে ইসলামাবাদের প্রতিক্রিয়া নিয়ে বলেন, “সন্ত্রাসবাদকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা গোটা বিশ্বই জানে।” অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, “পাকিস্তানের নেতারাও সন্ত্রাসবাদ সম্পর্কে তাঁদের ভূমিকার কথা বারবার উল্লেখ করেছেন।” যৌথ বিবৃতিতে ভারত ও আমেরিকা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তীব্র নিন্দা করেছে। পাশাপাশি জানানো হয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণের অধীনে কোনও অঞ্চল যাতে সন্ত্রাসবাদী হামলায় ব্যবহার না হয় তাই যেন তারা অবিলম্বে, টেকসই এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান একে অযাচিত বলে অভিহিত করেছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক তার প্রতিক্রিয়ায় বলেছে, “ভারত ও আমেরিকা তাদের ২+২ মন্ত্রীর সংলাপের পরে প্রকাশিত যৌথ বিবৃতিতে পাকিস্তান নিয়ে যে মন্তব্য তুলে ধরেছে তা পাকিস্তান প্রত্যাখ্যান করছে।”

জম্মু ও কাশ্মীরে ভূমি আইনে পরিবর্তন আনার বিষয়ে পাকিস্তানের আপত্তি সম্পর্কে অনুরাগ শ্রীবাস্তব জানান এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে মন্তব্য করা কোনও দেশের এখতিয়ার বহির্ভুত। সংশোধিত আইন অনুসারে জম্মু ও কাশ্মীরে বাইরের যে কোনও ব্যক্তি এখন জমি কিনতে পারবেন। তিনি বলেন, “আপনারা জানেন যে ভারত সাম্প্রতিক সময়ে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ জম্মু ও কাশ্মীরে কেন্দ্রশাসিত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবিকার উন্নয়নের জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্তগুলি ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত। কোনও দেশেরই কোনও মন্তব্য করার এখতিয়ার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + one =