নিউজ পোর্টাল থেকে OTT মাধ্যম, ডিজিটাল-শাসনে মরিয়া কেন্দ্র

নিউজ পোর্টাল থেকে OTT মাধ্যম, ডিজিটাল-শাসনে মরিয়া কেন্দ্র

a2ae72192f9590863e645602404dafaa

নয়াদিল্লি: অনলাইন নিউজ পোর্টাল এবং নেটফ্লিক্সের মতো কনটেন্ট প্রোভাইডারদের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় আনার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ এই মর্মে সোমবার একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ এই বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ 

আরও পড়ুন- মোদী ঝড়ে বিহারের মসনদে এনডিএ জোট,  মহাজোটের রথ থামল ১১০-এ

এখনও পর্যন্ত অনলাইন পোর্টাল বা কনটেন্ট প্রোভাইডারদের জন্য কোনও নির্দিষ্ট আইন বা অটোনমাস বডি নেই৷ প্রিন্ট মিডিয়ার জন্য রয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া৷ নিউজ চ্যানেলগুলির উপর নজর রাখার জন্য রয়েছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এনবিএ)৷ বিজ্ঞাপনের জন্য রয়েছে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্স কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ফিল্মের জন্য রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)৷ গত বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন, সাংবাদমাধ্যমের স্বাধীনতার উপর কোনও রকম হস্তক্ষেপ করা হবে না৷ তাদের স্বাধীনতা খর্ব করা হবে না৷ তবে প্রিন্ট এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমের যেমন নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, তেমনই ওভার-দা-টপ প্ল্যাটফর্ম (ওটিটি)-এও নিয়ন্ত্রণ সংস্থা থাকা দরকার৷ এই ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে নিউজ পোর্টাল এহং স্ট্রিমিং সার্ভিস যেমন হটস্টার, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিয়ো৷ যেগুলি ইন্টারনেট এবং মোবাইল ফোনের মাধ্যমে উপলবব্ধ হয়৷ 

আরও পড়ুন- এক মায়ের লড়াই আর জেদের ফল, আজ IPS নির্মলা

একটি পিটিশনের ভিত্তিতে গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট৷ এই মর্মে কেন্দ্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইন্টারনেট ও মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কাছে নোটিশও পাঠানো হয়েছিল৷ তবে ওটিটি/স্ট্রিমিং এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিশ্চিতভাবেই চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের জন্য স্বস্তি নিয়ে এসেছে৷ কারণ, সেনসর বোর্ডের ছাড়পত্র নিয়ে তাঁদের আর উদ্বিগ্ন হতে হবে না৷

 
এর আগে সুপ্রিম কোর্টে একটি ভিন্ন মামলায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছিল, ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে৷ ডিজিটাল মিডিয়ায় ঘৃণামূলক মন্তব্য প্রতিরোধ করতে নির্দিষ্ট নির্দেশিকা জারি করার আগে একটি কমিটি নিয়োগ করতে পারে আদালত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *