LOC-তে পাক সেনার গুলিবর্ষণ, এবারও কি রীতি মেনে সীমান্তে দীপাবলি পালন করবেন নমো?

LOC-তে পাক সেনার গুলিবর্ষণ, এবারও কি রীতি মেনে সীমান্তে দীপাবলি পালন করবেন নমো?

a52b0a44f3cc8f79b489512e4c10c160

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে ফি বছর সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের সঙ্গেই দেওয়ালি পালন করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রীতি বজায় রেখে এবছরও তিনি সীমান্তে যেতে পারেন বলে সূত্রের খবর৷ ২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেন তিনি৷ তার পর থেকেই এই প্রথা মেনে চলেছেন নমো৷ জানা গিয়েছে, এই বার তাঁর সফরসঙ্গী হতে চলেছেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত৷  

আরও পড়ুন- পাক সীমান্তে ব্যাপক গোলাগুলি, তিন জওয়ান ও তিন নিগরিকের মৃত্যু

গত বছর জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার পাক সীমান্তে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানে সেনা জওয়ানদের সঙ্গে দেওয়ালি পালন করেন তিনি৷ আগামীকাল দেশজুড়ে পালিত হবে দীপাবলি৷ এর আগে কোনও রকম প্ররোচনা ছাড়াই সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ এদিন সকাল থেকেই সীমান্তে বিএসএফ ঘাঁটি লক্ষ্য করে চলে পাক সেনার গোলা বর্ষণ৷ মৃত্যু হয় তিন সেনা জওয়ান ও ৪ জন সাধারণ নাগরিকের৷ এই ঘটনাকে কেন্দ্র করে দীপাবলির আগেই উত্তপ্ত নিয়ন্ত্রণরেখা৷  

4031843ed9745f04d84e4226ddc17253

এর আগে চিন ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন সেক্টরে গিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেখানে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেছেন, মিষ্টি মুখ করে দেওয়ালি পালন করেছেন৷ ২০১৮ সালে তিনি গিয়েছিলেন উত্তরাখণ্ড সীমান্তে৷ ২০১৭ সালে গিয়েছিলেন ভূস্বর্গে৷ উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন নমো৷ এই গুরেজ সেক্টরেই আজ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি বর্ষণ করেছে পাক সেনা৷ গুরেজ সেক্টরের বান্দিপোরায় পাক সেনার গুলিতে আহত হয়েছেন চার নাগরিক৷ তাঁদের মধ্যে দু’দন কিশোরা ও দু’জন প্রৌঢ় বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- চিহ্নিত হয়েছে ২৬ টি ধুঁকতে থাকা ক্ষেত্র, অর্থনীতির হাল ফেরাতে পদক্ষেপ কেন্দ্রের

২০১৫ সালে নমো তাঁর দীপাবলি পালন করেছিলেন পাঞ্জাব সীমান্তে৷ ২০১৪ সালে প্রধানমন্ত্রীর আসনে বসার পর তাঁর প্রথম দেওয়ালি কেটেছিল সিয়াচেনে৷ তবে এইবার তিনি কোথায় যাবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ পাক সীমান্তে উত্তেজনা তুঙ্গে৷ গত মার্চ মাস থেকেই লাদাখ সীমান্তে অশান্তির মেঘ৷ গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় চিন সেনার আগ্রাসনে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা৷ ৪৫ বছর পর রক্ত ঝরে সীমান্তে৷ এই ঘটনার পর লাদাখের মাটিতে পা রেখেছিলেন নমো৷ গিয়েছিলেন সীমান্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে৷ দিয়েছিলেন কড়া বার্তা৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *