১ ডিসেম্বর থেকে ফের বন্ধ হবে রেল পরিষেবা? কী বলছে রেল

১ ডিসেম্বর থেকে ফের বন্ধ হবে রেল পরিষেবা? কী বলছে রেল

নয়াদিল্লি: আগামী মাসে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? কাটা হয়ে গিয়েছে ট্রেনের টিকিট? অথচ এরই মধ্যে জোড় গুঞ্জন ১ ডিসেম্বর থেকে ফের স্তব্ধ হতে চলেছে ট্রেনের চাকা৷ ইন্টারনেটের দুনিয়ায় প্রায় সব তথ্যই সকলের হাতের নাগালে৷ তাই সঠিক তথ্যটি সব সময়ই জেনে রাখা উচিত৷ 

আরও পড়ুন- প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গিয়েছে৷ যেখানে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে ফের স্তব্ধ হয়ে যাবে রেল পরিষেবা৷ শুধু তাই নয় ওই বর্তায় আরও বলা হয়েছে, ১ ডিসম্বর থেকে বন্ধ হয়ে যাবে কোভিড-১৯ স্পেশাল ট্রেনেও৷ সরকারের তরফেই নাকি এই ঘোষণা করা হয়েছে৷ এই মেসেজ দেখার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহু ট্রেন যাত্রী৷ ভাইরাল হওয়া এই পোস্টের পিছনে লুকিয়ে থাকা সত্যটা সম্পূর্ণই ভিন্ন৷ প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এই গুজব উড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের তরফে এই ধরনের কোনও ঘোষণাই করা হয়নি৷ একইভাবে পরিষেবা অব্যাহত রাখবে ভারতীয় রেল৷ পিআইবি টুইট করে জানায়, ‘‘#WhatsApp-এ দাবি করা হয়েছে, কোভিড ১৯ স্পেশাল ট্রেন সহ সকল ট্রেন পরিষেবা ১ ডিসেম্বর থেকে বন্ধ হতে চলেছে৷ যা সম্পূর্ণ ভুল৷’’ রেল মন্ত্রকের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকা মেসেজটি সম্পূর্ণ ভুয়ো৷ এর কোনও সত্যতা নেই৷ আগামী দিন রেল বন্ধ রাখার কোনও পরিকল্পনাই সরকারের নেই৷ 

আরও পড়ুন- মঙ্গলে মোদীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীদের, যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা আবহে এর আগেও ট্রেন বন্ধ হওয়া নিয়ে একাধিক ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছিল৷ যার জেরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল৷ এই ধরনের ভুয়ো খবর বন্ধ করতে রকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এদিকে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই মনে করেছিলেন ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় হয়তো ১ লা ডিসেম্বর থেকে ফের রেল পরিষেবা বন্ধ করতে চলেছে কেন্দ্র। এমনকী করোনা সঙ্কটের জেরে বন্ধ হয়ে যাবে স্পেশ্যাল ট্রেন পরিষেবাও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 1 =