প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

 

 ডিসপুর: কাজে এল না দীর্ঘ লড়াই৷ প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তরুণ গগৈয় প্রায় ৩ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন৷ পরে পরিস্থিতি আরও জটিল হওয়ার কারণে অসুস্থ ছিলেন ৮৬ বছরের এই কংগ্রেস নেতা৷ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, দীর্ঘ রোগে গার পর আজ বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রতায় হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়৷

গত কিছুদিন ধরে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের স্বাস্থ্যের অবস্থা অবনতি হতে থাকে৷ মাল্টি অর্গান ফেলিওরের কারণে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়৷ শ্বাস নিতে অসুবিধায় হয়৷ প্রায়শই অজ্ঞান হয়ে পড়েন৷ 

গত ২৫ আগস্ট COVID-19 এর জন্য গগৈয়ের শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপরের দিন GMCH-এ ভর্তি করা হয় তাঁকে। কিন্তু এরপর করোনা মুক্ত হওয়ায় তাঁকে দুমাস পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু করোনার প্রভাব সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেননি তিনি। অসুস্থ হওয়ায় ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাঁর।

তরুণ গগৈ৷ জন্ম ১৯৩৬ সালের ১ এপ্রিল৷ গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন৷ ১৯৭১ সালে তিনি প্রথম সাংসদ হিসাবে নির্বাচিত হন৷ ১৯৭৭, ১৯৮৩ ও ১৯৯১ সালে পরপর ৩ বার লোকসভার সদস্য নির্বাচিত হন৷ পরে ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন৷ ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী হিসাবে ছিলেন নিযুক্ত৷  ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তরুণ গগৈ মার্ঘেরিটা বিধানসভা কেন্দ্রে জয়ী হন৷ ১৯৯৯ সালে ফের যান লোকসভায়৷ ২০০১ সালে অসমের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন৷ দ্বিতীয়বার ২০০৬ সালে কংগ্রেস সরকার গঠন করে তরুণ গগৈয়ের নেতৃত্বে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + ten =