কয়েক সপ্তাহের মধ্যেই মিলবে করোনার ভ্যাকসিন, সর্বদল বৈঠকে ঘোষণা মোদীর

কয়েক সপ্তাহের মধ্যেই মিলবে করোনার ভ্যাকসিন, সর্বদল বৈঠকে ঘোষণা মোদীর

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে কী ভাবে হবে ভ্যাকসিনের বন্টন৷ কবে মিলবে ভ্যাকসিন, সেই সকল বিষয় নিয়ে শুক্রবার ভার্চুয়ালি সর্বদলীয় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শোনালেন আশার কথা৷ সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে চলে আসবে করোনার ভ্যাকসিন৷ আর বেশি দিন অপেক্ষা করতে হবে না দেশের মানুষকে৷ ভারতে একসঙ্গে বেশ কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে৷ বিজ্ঞানীরা ছাড়পত্র দিলেই ভারতে শুরু হয়ে যাবে টিকাকরণ কর্মসূচি৷ তবে টিকাকরণের ক্ষেত্রে সামনের সারিতে দাঁড়িয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করা কর্মীদের সবার আগে প্রাধান্য দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি৷

আরও পড়ুন- বিদ্রোহী কৃষকদের অবরোধে ‘চাক্কা জ্যাম’ দিল্লি সীমান্তে, জট কাটাতে ফের বৈঠক শনিতে

এদিন সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বড় বড় দলের রাজ্যসভা ও লোকসভার সদস্যরাও৷ তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এদিকে সকলে বলার সুযোগ না পেলেও তাঁদের নিরাশ করা হয়নি৷ চিঠি লিখে তাঁদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে৷ তাঁদের বক্তব্যকেও গুরুত্ব দিয়ে বিচার করা হবে৷ এদিন রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে৷ করোনা ভ্যাকসিনের দাম কত হবে এবং কী ভাবে তা বন্টন করা হবে সে বিষয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান নমো৷ আগে থেকে ভ্যাকসিন স্টোরেজের ব্যবস্থা করার জন্যও রাজ্যগুলিকে সুপারিশ করা হয়েছে৷ সম্প্রতি ব্রিটেনে ছাড়পত্র পেয়েছে ফাইজার৷ এই টিকা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে৷ কিন্তু ফাইজার সংরক্ষণের জন্য মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন৷ এই সুবিধা দেশের বড় বড় হাসপাতালগুলিতেও নেই৷ 

আরও পড়ুন- বিয়েবাড়িতে হানা দিয়ে ভিন ধর্মের বিয়ে রুখল রাজ্যের পুলিশ

কেন্দ্র ও রাজ্য মিলিত ভাবেই তালাবে এই টিকাকরণের কর্মসূচি৷ টিকা দেওয়ার ক্ষেত্রে ফ্রন্টলাইন ওয়ার্কারদের পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হবে বয়স্ক মানুষ এবং যাঁদের ক্রনিক রোগ আছে সেই সকল রোগীকে৷ এদিন প্রধানমন্ত্রী জানান, টিকাকরণের ক্ষেত্র প্রায় প্রস্তুত৷ এ বিষয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ তাঁর কথায়, ‘‘সস্তা এবং কার্যকর ভ্যাকসিনের আশায় গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে৷ এই মুহূর্তে আটটি ভ্যাকসিনের বিভিন্ন পর্যায়ে ট্রায়াল চলছে৷ আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা৷ তার মধ্যেই চলে আসবে করোনার প্রতিষেধক৷’’ টিকাকরণের ক্ষেত্রে ভারতের যে অভিজ্ঞতা রয়েছে, এক্ষেত্রেও তা কাজে লাগানো হবে বলেও উল্লেখ করেন নমো৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =