প্রধানমন্ত্রীর হাতে নতুন সংসদ ভবনের শিলান্যাস আজ

প্রধানমন্ত্রীর হাতে নতুন সংসদ ভবনের শিলান্যাস আজ

নয়াদিল্লি: বেশ কিছু দিন ধরেই চলছিল প্রস্তুতি৷ নতুন রূপে গড়ে তোলা হবে ভারতের সংসদ ভবন৷ আজ, ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের শিলান্যাস ও ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দিল্লির প্রাণকেন্দ্রে দিল্লি গেটের কাছে হবে এই অনুষ্ঠান৷ সংসদ ভবনের শিলান্যাসের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লা নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন৷ লোকসভার স্পিনয়া সংসদ ভবনের তত্ত্বাবধায়ক৷ আজ দুপুর ১২টা ৫৫ মিনিটে শুরু হবে শিলান্যাস ও ভূমি পুজোর অনুষ্ঠান৷ ২টো বেজে ১৫ মিনিটে জাতির উদ্দেশ ভাষণ দেবেন নরেন্দ্র মোদী৷

আরও পড়ুন-সরকারের প্রস্তাব ফেরালেন কৃষষকরা, আন্দোলন আরও জোরদার করার ডাক

যদিও সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত ভিস্টা প্রকল্পে কোনও ইমারত ভাঙা বা নির্মাণের কাজ শুরু করা যাবে না৷ তবে শীর্ষ আদালতের অনুমতিতে শিলান্যাস করতে পারবে কেন্দ্রীয় সরকার৷ পুরনো সংসদ ভবন থাকবে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে৷ এর পাশেই নির্মিত হবে ত্রিভুজাকৃতি নয়া সংসদ ভবন৷ ৬৪, ৫০০ বর্গ কিলোমিটার জায়গার উপর গড়ে উঠবে এটি৷ নয়া সংসদ ভবন হবে ভূমিকম্প প্রতিরোধকারী৷ এটি তৈরি করতে খরচ হবে ৯৭১ কোটি টাকা৷ প্রকল্পটি বাস্তবায়নের বরাত পেয়েছে টাটা প্রজেক্ট লিমিটেড৷ নতুন সংসদ ভবনের নকশা তৈরি করেছে এইচপিসি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড৷ 

আরও পড়ুন- IIT-র ডিগ্রি নিয়ে রাস্তায় ‘ভিক্ষা’ করছেন মেধাবী বৃদ্ধ! অসাধারণ দক্ষতা ইংরেজিতে

ওম বিড়লা জানান, ‘‘২০২০ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নতুন সংসদ ভবনেই আমরা দুই কক্ষের অধিবেশন করব৷ এটা শুধুমাত্র ইঁট-পাথরের ইমারত নয়৷ এটি দেশের ১৩০ কোটি মানুষের স্বপ্ন পূণের জায়গা৷’’  ৫৬০ ফুট ব্যাসের বৃত্তাকার সংসদ ভবনটি ৯৩ বছরের পুরনো৷ সেখানে অত্যাধুনিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়৷ আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এই নতুন ভবন গড়ে তোলা হচ্ছে৷ নতুন সংসদ ভবনে লোকসভা কক্ষে ৮৮৮টি বসার আসন থাকবে৷ রাজ্যসভায় থাকবে ৩৮৪টি বসার আসন৷ পুরনো সংসদে লোকসভায় ৫৪৩টি এবং রাজ্যসভায় ২৪৫টি আসন ছিল৷ আগামী দিন জনসংখ্যার অনুপাতে সাংসদ সংখ্যাও বাড়ানো হতে পারে৷ সেই উদ্দেশেই এই ব্যবস্থা৷ এই প্রকল্পের কাজ শুরু হলে সরাসরি ২ হাজার মানুষেক কর্ম সংস্থান হবে বলে জানিয়েছেন ওম বিড়লা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =