এবার আরও চড়া রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

এবার আরও চড়া রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

74c889b6bbdf3779b7364f36bc3e0786

নয়াদিল্লি: ফের ধাক্কা মধ্যবিত্তের হেঁশেলে৷ গত ১৩ দিনের মধ্যে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ সোমবার মধ্যরাতে একটি বিজ্ঞপ্তি জারি করে এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি৷

আরও পড়ুন- পরবর্তী বৈঠকের দিনক্ষণ নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা কেন্দ্রের!

 

করোনা আবহে ধুঁকছে অর্থনীতি৷ সবজি থেকে নিত্য প্রয়োজনীয় বস্তুর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের৷ তার উপর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ বৃদ্ধি পেয়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাসের দামও৷ আজ মঙ্গলবার থেকেই কার্যকর হবে বর্ধিত মূল্য৷ যার ফলে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হবে ৭২০.৫০ টাকা৷ আগে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৬৭০.৫০ টাকা৷ ফলে নতুন করে চিন্তায় মধ্যবিত্ত বাঙালি৷ এবার থেকে নতুন দামেই কিনতে হবে রান্নার গ্যাস৷ 

এর আগে ২ ডিসেম্বর বেড়েছিল রান্নার গ্যাসের দাম৷ সেবারও একলাফে ৫০ টাকা দাম বেড়েছিল সিলিন্ডারের৷ কিন্তু ১৪ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় এলপিজি গ্রাহকরা ১৯ টাকা ৫৭ পয়সা হিসাবেই ভর্তুকি পেয়েছেন৷ এই হিসাবেই তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে৷ সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়লে ভর্তুকি বাবদ ৬৯ টাকা ৫৭ পয়সা পাওয়ার কথা গ্রাহকদের৷ অর্থাৎ মিলছে না প্রাপ্ত ভর্তুকি৷ যদিও এ বিষয়ে অবশ্য কোনও কথা বলতে চায়নি রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি৷ তাঁদের কথায়, সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার৷ ফলে এই বিষয়ে তাঁদের কিছু বলার নেই৷ এদিকে গত কয়েক মাসে ভর্তুকিযুক্ত এলপিজি’র দাম সঠিক ভাবে জানানো হচ্ছে না৷ তাই  আগামী দিনে সরকার ভর্তুকি তুলে দেবে কিনা, তা নিয়ে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে৷ 

আরও পড়ুন- CBI হেফাজত থেকে ‘উধাও’ ১০৩ কেজি সোনা, CID-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের!

এদিকে, ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দামও আজ থেকে ৩৬ টাকা বেড়ে গিয়েছে। দু’দফায় মোট ৯১.৫০ টাকা বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১৩৮৭.৫০ টাকায়। ফলে বাণিজ্যিক কাজকর্মের খরচও যে বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য৷ মাত্র এক মাসে গ্যাসের দাম দু’বার বৃদ্ধি পাওয়ায় ক্ষোভের মুখে কেন্দ্রের সরকার।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *