এবার OLX-এ খোদ  প্রধানমন্ত্রীর দফতর বিক্রির বিজ্ঞাপন! হুলুস্থূল বারাণসীতে

এবার OLX-এ খোদ  প্রধানমন্ত্রীর দফতর বিক্রির বিজ্ঞাপন! হুলুস্থূল বারাণসীতে

বারাণসী: ওএলএক্স-এর বিজ্ঞাপন দেখে চক্ষু একেবারে চরকগাছ৷ গাড়ি থেকে আসবাব সব ধরনের পুরনো জিনিসের ঠিকানা এই অনলাইন দোকান৷ কিন্তু তা বলে খোদ প্রধানমন্ত্রীর দফতর! হ্যাঁ, ঠিক তাই৷ এবার ওএলএক্স (OLX-)-এ দেওয়া হল নরেন্দ্র মোদীর দফতর বিক্রির বিজ্ঞাপন৷ এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে চারিদিকে একেবারে হুলস্থূল পড়ে গিয়েছে৷  

আরও পড়ুন- IPS পোস্টিং: কেন্দ্রকে তুলোধনা, মমতার সমর্থনে কেজরি

শুনতে আবাক লাগলেও, বাস্তবে এমনটাই হয়েছে৷ প্রধানমন্ত্রীর বারাণসীর দফতর বিক্রির বিজ্ঞাপন উঠেছে ই-কমার্স সাইট OLX-এ৷ আর এই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই শোরগোল মন্দির শহর বারাণসীতে৷ একটি ভিলা হিসাবেই নথিভুক্ত হয়েছিল নমোর কার্যালয়৷ এই ভিলায় রয়েছে চারটি ঘর, চারটি শৌচাগার৷ এছাড়াও প্রায় সাড়ে ছ’হাজার স্কোয়ার ফুট ফাঁকা জমি পড়ে রয়েছে৷  যাবতীয় সামগ্রী সহ বাড়িটির দাম দেওয়া হয়েছে সাড়ে ৭ কোটি টাকা৷ এই বিজ্ঞাপন দেখে একেবার ‘থ’ স্থানীয় বিজেপি নেতৃত্ব৷  বিজেপি’র তরফ থেকে এহেন কোনও পদক্ষেপ করা হয়নি৷ তাহলে কে বা কারা দিল এই বিজ্ঞাপন? অভিযোগ জানাতে তড়িঘড়ি পুলিশের কাছে ছোটেন বিজেপি নেতারা৷ সঙ্গে সঙ্গে OLX থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে দেয় পুলিশ৷ শুরু হয় তদন্ত৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে লক্ষ্ণীকান্ত ওঝা নামে এক ব্যক্তি OLX-এ এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে বারাণসী পুলিশ৷ জানা গিয়েছে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার সাহস সে কোথা থেকে পেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ 

আরও পড়ুন- ‘কৃষি আইনের যাবতীয় কৃতিত্ব বিরোধীদেরই’, কৃষকদের ভুল না বোঝানোর আর্জি নমোর

অনেকেই মনে করেছে কেন্দ্রীয় নীতির প্রতিবাদ জানাতেই এই কাজ করা হয়েছে৷ বিভিন্ন লাভজনক সংস্থার বেসরকারিকরণ করা হচ্ছে৷ কেন্দ্রের সম্পত্তি বিক্রির হিড়িকের মধ্যেই ঘটল এই ঘটনা৷ এটা নিছকই মজা৷ নাকি কোনও বার্তা দিতে এই কাজ, তা এখনও স্পষ্ট নয়৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + sixteen =