মার্চের মধ্যেই ভিক্ষুক-মুক্ত হবে রাজ্য, শুরু নয়া উদ্যোগ

মার্চের মধ্যেই ভিক্ষুক-মুক্ত হবে রাজ্য, শুরু নয়া উদ্যোগ

পাটনা: প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে বিকাশের পথে এগিয়ে চলবে বিহার৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহারে ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট৷ রাজ্যপাট হাতে নিয়েই রাজ্যের ভিক্ষুকদের জন্য নয়া উদ্যোগ নিল নীতীশ কুমার সরকার৷ রাজ্য থেকে ভিক্ষাজীবী নির্মূল করতেই এই উদ্যোগ৷ 

আরও পড়ুন- পুলিশ-প্রশাসনের ‘অভিযুক্ত’ কর্তাদের বদলি! কমিশনের চিঠি ঘিরে চর্চা

ভিক্ষাবৃত্তি নিবারণ যোজনা প্রকল্পে ভিখারিদের সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসনের তরফে৷ রাজ্যের হতদরিদ্র মানুষগুলির জন্য আনা হয়েছে  ‘সক্ষম’ প্রকল্পও৷ এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি উদ্যোগে ভিক্ষাজীবীদের উদ্যোগপতি অথবা প্রচার ব্যবস্থাপক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে৷  প্রথম প্রকল্পের মূল লক্ষ্য হল বিহারের মাটি থেকে ভিক্ষাবৃত্তি নিবারণ করা৷ এবং দ্বিতীয়টির লক্ষ্য হল ভিখারিদের পুনর্বাসনের ব্যবস্থা৷

 
এই উদ্যোগের মাধ্যমে নতুন করে বাঁচার সুযোগ পাবেন রাজ্যের ভিক্ষাজীবীরা৷ এখনও পর্যন্ত ১৮ জন ভিক্ষাজীবীকে নিজের ব্যবসা শুরু করার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়েছে৷ ‘সক্ষম’-এর দফতর থেকে এই ১৮ জন ভিক্ষুককে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি তাঁদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের ব্যবস্থাও করা হয়েছে বলে খবর৷  

আরও পড়ুন- ‘দল যে দায়িত্ব দেবে তা পালনে প্রস্তুত’, অবশেষে অভিমান ভাঙলেন রাহুল

কিন্তু কী কাজ করছেন এই ‘ভিক্ষুক’রা? সক্ষম-এর এক কর্মকর্তা জানান, তাঁদের মধ্যে কেউ কেউ সবজি বিক্রি করতে উদ্যোগী হয়েছেন৷ কেউ আবার অন্যান্য পণ্যের সম্ভার নিয়ে বসতে চাইছেন৷ আপাতত ১০০ জন ভিক্ষাজীবীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি৷ 

ভারতের প্রায় ১০টি শহরে ভিক্ষাবৃত্তি নিবারণ যোজনা চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সামাজিক বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রক। পাটনা ছাড়াও এই প্রকল্পের আওতায় এসেছে কলকাতা, দিল্লি, মুম্বই,  চেন্নাই, লখনউ, ইন্দোর, নাগপুর, হায়দরাবাদ ও বেঙ্গালুরু৷ যাঁরা এতদিন পরিবার থেকে দূরে ছিলেন, এই প্রকল্পে তাঁদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে৷ কিন্তু যাঁরা ফিরতে আগ্রহী নন, তাঁদের সরকারি আশ্রয় শিবিরে রাখার বন্দোবস্ত করা হচ্ছে৷ কী ভাবে ছোট ব্যবসা বা বেচা কেনা করতে হয় সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷  ২০২১ সালের মার্চ মাসের মধ্যেই নীতীশ সরকার বিহারকে ভিখারিহীন করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী অশোক চৌধুরী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =