নয়াদিল্লি: রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি পর্ব শুরু করে দিল নির্বাচন কমিশন। যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ রয়েছে, তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে! রাজ্যে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর৷ এই মর্মে ইতিমধ্যেই মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে চিঠি পৌঁছেছে বলে সূত্রের খবর৷ পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভার নির্বাচন হবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং অসমে। পশ্চিমবঙ্গ ছাড়াও বাকি চার রাজ্যে ইতিমধ্যেই একই পদক্ষেপ করা হয়েছে৷
পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালে ৩০ মে। পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে তার মধ্যেই৷ ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটার তালিকার কাজ৷ ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে৷ ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে নির্বাচন কমিশনের আধিকারিক তথা উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ বিভিন্ন জায়গায় ঘুরে জেলা প্রশাসনকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন তিনি৷ প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন৷
সূত্রের খবর, মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, যে সমস্ত আধিকারিক একই জায়গায় দীর্ঘদিন কাজ করছেন, আগামী ১৬ জানুয়ারির মধ্যে তাঁদের বদলি করতে হবে৷ এছাড়াও নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের পদক্ষেপ সম্পর্কে চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ যে সমস্ত আধিকারিকের বিরুদ্ধে গত নির্বাচনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা পড়েছিল তাঁরা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না৷ ভোটের আগে খুব দ্রুত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফরে আসতে পারে বলে মনে করা হচ্ছে৷