গান্ধীনগর: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল ভরা জনসভায় বক্তব্য রাখার সময় আচমকা জ্ঞান হারিয়েছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। সঙ্গে সঙ্গে পেছনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী তাঁকে ধরে ফেলেন। পরবর্তী ক্ষেত্রে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে এখন জানা গেল তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রীকে যদিও তার অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- ‘ভাতা আর ভাঁওতা একসঙ্গে চালাচ্ছেন দিদিমণি’! চরম নিশানা অর্জুন সিংয়ের
হাসপাতাল সূত্রে খবর, মাত্রাতিরিক্ত ক্লান্তি এবং ডিহাইড্রেশনের জন্য মঞ্চে বক্তৃতা রাখার সময় ওই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সমস্ত রকম শারীরিক পরীক্ষা এবং সিটি স্ক্যান করা হয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর। করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পরেও তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে সেদিন বিজয় রূপানীর সংস্পর্শে যারা যারা এসেছেন এবং জনসভায় আগত সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলা হয়েছে তারাও যেন তাদের করোনাভাইরাস টেস্ট করিয়ে নেন। অল্প কয়েকদিনের মধ্যেই গুজরাটে পৌরসভা নির্বাচন। তার আগে একাধিক জনসভা করে সংগঠন আরো মজবুত করার উদ্দেশ্য ছিল বিজয় রূপানীর। তবে আপাতত আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে কাটাতে হবে। করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় খুব তাড়াতাড়ি তিনি জনসমক্ষে আসতে পারবেন না।
আরও পড়ুন- আরও মহার্ঘ রান্নার গ্যাস, এক লাফে ৫০ টাকা বৃদ্ধি! বিপাকে মধ্যবিত্ত জনতা
মঞ্চে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনায় জানা গিয়েছিল, তাঁর রক্তচাপ এবং সুগারের মাত্রা আশঙ্কা কমে যাওয়াতেই বিপত্তি ঘটেছে। পৌরসভা নির্বাচনের জন্য বিগত কিছুদিন ধরেই তিনি অতিরিক্ত চাপ নিচ্ছিলেন এবং তার জন্য অসুস্থ ছিলেন কিছুটা। অজ্ঞান হয়ে যাবার ভিডিও ভাইরাল হয়ে যাওয়াতে আশঙ্কা করা হচ্ছিল তাঁর শারীরিক অবস্থার হয়তো অবনতি ঘটতে পারে। তবে আপাতত সেই আশঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা যদিও করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে গুজরাটের মুখ্যমন্ত্রীকে নিয়ে। উল্লেখ্য, ভদোদরা জেলার নিজামপুরার এক জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখছিলেন তিনি, একইসঙ্গে ধর্মান্তরণ বিরোধী আইন নিয়েও কথা বলেন। সে সময় আচমকা জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলেন তিনি।