তাজমহলে বোমাতঙ্ক, বন্ধ করা হল সমস্ত ফটক

তাজমহলে বোমাতঙ্ক, বন্ধ করা হল সমস্ত ফটক

আগ্রা: তাজমহলে বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে আগ্রা পুলিশের কাছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির  ফোন আসে। তিনি জানান, তাজমহলের ভিতরে  বোমা রাখা আছে। যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে। ফোন পাওয়ার পরেই নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় তাজমহলের সমস্ত ফটক৷ 

আরও পড়ুন- ‘কামব্যাক’ ঘোষণার পরেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত! আলোচনায় শশীকলা

তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম৷ মুঘল আমলে তৈরি এই স্থাপত্যের সৌন্দর্যের টানে ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আগ্রায় এসে পৌঁছয়৷ কিন্তু বৃহস্পতিবার সকালে তাজমহলে ছড়াল বোমাতঙ্ক৷ এদিন উত্তরপ্রদেশ পুলিশের এমারজেন্সি নম্বর ১১২-তে ফোন আসে৷ তড়িঘড়ি সমস্ত পর্যটকদের বাইরে বের করে এনে তাজমহলের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ শুরু হয় তল্লাশি৷ কিন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি বলেই খবর৷ 

এদিন তাজমহলে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা আগ্রা শহরে৷ তাজমহলের আশেপাশের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়৷ সমস্ত পর্যটককে তড়িঘড়ি বাইরে বার করে আনা হয়৷ তাজমহলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড৷ পুলিশ কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি৷ কিন্তু তন্নতন্ন করে খুঁজেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি৷ জানা গিয়েছে, তাজমহল চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগ মিলেছে৷  কিন্তু কে ফোন করে পুলিশকে এই ভুয়ো খবরটি দিল? ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ৷ 

আরও পড়ুন- EPF সুদের হারে বড়সড় পতন! মাথায় হাত সাড়ে ৬ কোটি গ্রাহকের

জানা গিয়েছে, যে ফোন নম্বর থেকে ফোন এসেছিল, সেটি ট্র্যাক করা হয়েছে৷  ফিরোজাবাদ থেকে ওই ফোনটি করা হয়েছিল৷ ভুয়ো আতঙ্ক তৈরি করতেই এই ফোন করা হয়েছিল বলে মনে করছে পুলিশ৷ আগ্রার পুলিশ সুপার শিবরাম যাদব জানিয়েছেন, ‘‘ওই ব্যক্তি ফোন করে জানান, সেনাবাহিনীতে নিয়োগে দুর্নীতি হয়েছে৷ তাঁকে সেনাবাহিনীতে সুযোগ দেওয়া হয়নি৷ তাই তিনি তাজমহলে একটি বোমা রেখেছেন৷  যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =