চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’, বিতর্কে মুখ্যমন্ত্রী

চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’, বিতর্কে মুখ্যমন্ত্রী

বেঙ্গালুরু: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে সহবাস৷ কর্নাটকের  মন্ত্রী তথা বিজেপি-নেতা রমেশ জারকিহোলির বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ ওঠার পরেই পদ থেকে ইস্তফা দেন তিনি৷ কিন্তু ‘সেক্স ফর জব’ কেলেঙ্কারিতে অভিযুক্ত মন্ত্রিসভার প্রাক্তন সদস্য জারকিহোলির সমর্থনে মুখ খুলে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ 

আরও পড়ুন-  হালাল না ঝটকা? বিক্রির আগে উল্লেখ করতে হবে পশু হত্যার ধরণ, দিল্লিতে জারি নির্দেশিকা

একটি বিবৃতিতে ইয়েদুরাপ্পা বলেন, জারকিহোলির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’৷ তাঁর কথায়, ‘‘এটা রাজনৈতিক ষড়যন্ত্র৷ দলের লোকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করতেই অসৎ উদ্দেশে এই ধরনের অভিযোগ আনা হয়েছে৷’’ প্রসঙ্গত, রমেশ জারকিহোলির শক্ত ঘাঁটি বেলাগাভিতে দলীয় প্রার্থী মঙ্গলা সুরেশের হয়ে প্রচারে গিয়ে এহেন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য, এই মঙ্গলা সুরেশ হলেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদির স্ত্রী৷ এদিন উপনির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী দেখায় ইয়েদুরাপ্পাকে৷ এই ঘটনা উপ-নির্বাচনকে প্রভাবিত করবে না বলেই দাবি করেন তিনি৷  

প্রসঙ্গত, জারকিহোলির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণস্বরূপ ওই মহিলার সঙ্গে অপ্রস্তুত অবস্থায় রমেশের একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়৷ যা অস্বস্তি বাড়ায় গেরুয়া শিবিরের৷ এর পরেই মন্ত্রী পদ থেকে ইস্তাফা দিতে বাধ্য হন জারকিহোলি৷ এই ভিডিয়োটি প্রকাশ্যে আনেন দীনেশ কালাহল্লি নামে এক সমাজকর্মী৷ 

আরও পড়ুন- বাংলায় ‘বন্ধু’ বামেদের কেরালায় ‘ফ্যাসিস্ট’ আখ্যা প্রিয়াঙ্কার! বিড়ম্বনায় বঙ্গ কংগ্রেস

তবে এতদিন এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এ বিষয়ে প্রশ্ন তুলতেই মুখ খোলেন তিনি৷ সিদ্দারামাইয়ে বলেন, ‘কর্ণাটকে আপনার সরকার কি কোনও কাজ করছে? অন্যদিকে, ওই ভিডিয়োটিতে যে মহিলার ছবি দেখা গিয়েছিল তিনিও চিঠি লেখেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে৷ এই বিষয়ে তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেন তিনি৷ আর এর পরেই জারকিহোলির সমর্থনে সরব হন ইয়েদুরাপ্পা৷ 
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eighteen =