নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি দেশে বড়োসড়ো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ দিনপ্রতি আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে হু হু করে। ইতিমধ্যেই গত কয়েক দিনে ভারতে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৪ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে গতকাল একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ‘টিকা উৎসব’ পালন করার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলছেন, দেশে এখন টিকা সঙ্কট চলছে, তাই এই পরিস্থিতিতে এখন কোন রকম ‘উৎসব’ হতে পারে না।
রাহুল গান্ধীর বক্তব্য, দেশে যে হারে করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে তার তুলনায় টিকায় ঘাটতি রয়েছে। এর মধ্যে আবার বিদেশে টিকা রপ্তানি করা হচ্ছে। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টিকা উৎসব পালন করার কথা বলেছেন তা একেবারেই অনৈতিক, এমনই দাবি করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই প্রেক্ষিতে তিনি টুইট করে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। রাহুল লিখেছেন, দেশের মানুষকে বিপদে ফেলে বিদেশে টিকা রপ্তানি একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় সরকারের উচিত, কোনরকম পক্ষপাতিত্ব ছাড়া সব রাজ্যকে টিকা দিয়ে সাহায্য করা। গতকাল মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন কার্যকরী না করে ‘করোনা কার্ফু’ লাগু করার বার্তা দিয়েছেন। একইসঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে ভয় পাওয়ার কোন কারণ নেই। তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর টিকা সংক্রান্ত ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আপত্তি।
बढ़ते कोरोना संकट में वैक्सीन की कमी एक अतिगंभीर समस्या है, ‘उत्सव’ नहीं-
अपने देशवासियों को ख़तरे में डालकर वैक्सीन एक्सपोर्ट क्या सही है?केंद्र सरकार सभी राज्यों को बिना पक्षपात के मदद करे।
हम सबको मिलकर इस महामारी को हराना होगा।
— Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2021
আরও পড়ুন- জীবনে কোনও মুখ্যমন্ত্রীকে CRPF ঘেরাও-এর কথা বলতে শুনিনি, মমতাকে শাহী খোঁচা
তাৎপর্যপূর্ণ ব্যাপার, গতকাল বেহালায় জনসভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকা সংক্রান্ত ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে টিকা দিল্লিতে লুকিয়ে রেখেছে। একটি মাত্র সংস্থার টিকা কিনতে বাধ্য করা হচ্ছে সাধারণ মানুষকে। সব মিলিয়ে টিকা কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে তিনি পরে খোঁজ লাগাবেন, এবং এর শেষ দেখে ছাড়বেন। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গকে টিকা না দেওয়ার অভিযোগও তুলেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।