নয়াদিল্লি: বিতর্কের পর অবশেষে কোভিড পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে সহায়তা৷ টিকা তৈরির কাঁচামাল সহ অক্সিজেন কনডেন্টার, ভেন্টিলেটর, পিপিই কিট সরবরাহ করা হবে ভারতে৷ সেই আশ্বাস দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান৷ রবিবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তিনি৷ প্রায় ৪৫ মিনিট ধরে আলোচনা হয় তাঁদের৷ আমেরিকাকে পাশে পাওয়ার পর এবার আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গেও কথা বলেন দোভাল৷
আরও পড়ুন- করোনার জন্য দায়ী কমিশন, খুনের মামলা করা উচিত! পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের
জানা গিয়েছে, অন্যান্য চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি আরবের কাছে অক্সিজেন সরবরাহের অনুরোধও জানিয়েছেন দোভাল৷ এএনআই সূত্রে জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিশাহী এবং সৌদি আরব ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছে। পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ওষুধ, অক্সিজেন এবং ট্যাঙ্কার সরবরাহের জন্য বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ৷ মারণ কোভিডের বিরুদ্ধে চলছে লড়াই৷ তবে এই মুহূর্তে দেশে হাসপাতালের বেড, অক্সিজেন ও ওষুধের ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ সাহায্যের আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, অজিত দোভাল সুলিভানের সঙ্গে আলোচনার সময় ভারতের প্রয়োজনের কথা উল্লেখ করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে রেমেডিসিভির সরবরাহ থেকে সিরাম ইনস্টিটিউটের কাঁচামাল, সব কিছু সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন- তীব্র সমালোচনার মুখে ‘বন্ধু’ ভারতকে ‘সাহায্যে’র আশ্বাস বাইডেন প্রশাসনের
মার্কিন প্রেসেডেন্ট জো বাইডেনও আজ টুইট করে বলেন, ‘সংক্রমণের প্রথম ঢেউয়ে আমাদের দেশের হাসপাতালগুলি যখন সমস্যার মধ্যে পড়েছিল, তখন ভারত যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, ঠিক সেই ভাবেই আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর।’ এর পর টুইট করেন কমলা হ্যারিসও৷ তিনি বলেন, ‘উদ্বেগজনক পরিস্থিতিতে ভারতের বাড়তি সাহায্য এবং সরঞ্জাম প্রদানের জন্য কাজ করছে আমেরিকা। শুধু সাহায্য প্রদানই নয়, ভারতের সাহসী স্বাস্থ্যকর্মী-সহ সকল ভারতীয়দের জন্য প্রার্থনা করছি।’ উল্লেখ্য গত বছর, ভারত থেকে ৫০ মিলিয়ন হাইড্রোক্সিলোক্লোইন ট্যাবলেট পাঠানো হয়েছিল আমেরিকায়৷