ভয়ঙ্কর! খোলা মাঠে চলছে করোনা রোগীর চিকিৎসা, আতঙ্কে গোটা গ্রাম

ভয়ঙ্কর! খোলা মাঠে চলছে করোনা রোগীর চিকিৎসা, আতঙ্কে গোটা গ্রাম

ভোপাল:  রাস্তার ধারে ফাঁকা জায়গায় সাড় দিয়ে শুয়ে রয়েছে একের পর এক রোগী৷ গাছের ডালে ঝুলছে স্যালাইন৷ করোনাকালে এমনই ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল মধ্যপ্রদেশের আগর-মালওয়া জেলায়৷ প্রত্যন্ত এলাকায় এই ভাবেই চলছে আর্তদের চিকিৎসা৷ কিন্তু কেন এই হাল? জানা গিয়েছে সরকারি হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন স্থানীয়রা৷ তাই খোলা মাঠে লাইসেন্স ছাড়াই সেখানে প্যাকটিস করছেন চিকিৎসকরা৷ নেই প্রয়োজনীয় ওধুষ৷ আর না আছে বিদ্যুৎ৷ 

আরও পড়ুন- মোদী বিরোধী প্রধান মুখ, মমতা এখন ‘জাতীয় নেত্রী’, প্রশংসা কমলের

হাইওয়ে থেকে ২০০ মিটারের মধ্যেই রয়েছে একটা কমলা লেবুর বাগান৷ সেখানেই মাটিতে পিচবোর্ডের উপর চাদর বিছিয়ে শুয়ে রয়েছেন রোগীরা৷ গাছে ঝুলছে আই ভি ফ্লুইডের ব্যাগ৷ সেখানো কোনও সোশ্যাল ডিস্ট্যান্স নেই৷ এমনকী কারও মুখে নেই মাস্ক৷ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে ধনিয়াখেদি গ্রামের কাছের ঘটনা৷ সুসনের থেকে পিদাওয়া রাজস্থান যাওয়ার পথে গেলেই দেখা যাবে এই মর্মান্তিক ছবির৷ আশপাশের ১০টি গ্রামের লোক এখানেই আসছেন তাঁদের চিকিৎসা করাতে৷ এই ভিডিয়ো সোস্যাল মিডিয়ায় ভাইরাল৷ যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন কেউই৷ তবে সরকারি হাসপাতালে তাঁরা যে যেতে ভয় পাচ্ছেন, সে কথা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের৷ কোভিড ওয়ার্ডে ভর্তি করলেই নাকি রোগীদের মৃত্যু হচ্ছে৷ 

আরও পড়ুন- ভয়ঙ্কর! দেশে ৪ লক্ষ ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ

ব্লক মেডিক্যাল অফিসার মনীশ কুরিল বলেন, ‘‘আমরা সকলের কাছে আবেদন জানিয়েছি যাতে সর্দি, কাশি বা জ্বর হলে যাতে সঙ্গে সঙ্গে তাঁরা চিকিৎসকের পরামর্শ নেন এবং কোভিড টেস্ট করান৷’’ চিফ মেডিক্যাল অ্যানড হেলথ অফিসার (সিএমওএইচ) ডা. সমন্দর সিং মালভিয়া বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে৷ লাইসেন্সহীন চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে৷ যদিও এই টিম ঘটনাস্থলে পৌঁছে কোনও রোগী বা চিকিৎসকের হদিশ পাননি৷ বরং ওষুধের কিছু ফাঁকা বাক্স হাতে আসে তাঁদের৷ আগর মালওয়ায় গত ২৪ ঘণ্টায় ৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এই মুহূর্তে সেখানে ৪৯২টি অ্যাকটিভ কেস রয়েছে৷        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =