করোনার কোপে অনাথ হওয়া শিশুদের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, তথ্য নথিভুক্ত করতে রাজ্যগুলিকে চিঠি

করোনার কোপে অনাথ হওয়া শিশুদের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, তথ্য নথিভুক্ত করতে রাজ্যগুলিকে চিঠি

নয়াদিল্লি:  করোনা কেড়েছে বহু মানুষের প্রাণ৷ বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে বহু শিশু৷ সেই সকল শিশুদের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র৷ করোনার গ্রাসে অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের তথ্য নথিভুক্ত করার জন্য রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠাল জীতায় শিশু অধিকার সুরক্ষা কমিশন৷ 

আরও পড়ুন- CAA-র নিয়ম তৈরির আগেই অমুসলিম শরণার্থীদের নারগিকত্ব! বিজ্ঞপ্তিত জারি কেন্দ্রের

করোনা আক্রান্ত হয়ে বাবা, মা অথবা কোনও একজন অভিভাবককে হারানো শিশুদের তথ্য কোভিড কেয়ার লিঙ্কের মাধ্যমে বাল স্বরাজ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই মর্মে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধান সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে৷ গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানান, ১ এপ্রিল পর্যন্ত করোনার ধাক্কায় দেশে অভিভাবকহীন হয়েছে ৫৭৭টি শিশু৷ এই সকল শিশুর পাশে সরকার রয়েছে বলেও জানান তিনি৷ স্মৃতি ইরানি জানান, এই সকল অনাথ শিশুকে সাহায্য করা হবে৷

প্রসঙ্গত, করোনায় অনাথ হওয়া শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টও৷ সুপ্রিম কোর্টের আইনজীবী গৌরব আগরওয়াল বলেন, ‘‘কোভিড পরিস্থিতিতে বহু শিশু তাদের বাবা-মাকে হারাচ্ছে। শোচনীয় পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে গোটা পরিবারকে। এই সকল শিশু হারিয়ে যেতে পারে বা পাচার হয়ে যেতে পারে।’’ পাশাপাশি এই সকল অনাথ শিশুরা কেমন আছে, কেন্দ্রের কাছে তা জানতেও চায় বেঞ্চ৷ তাদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চায় সুপ্রিম কোর্ট৷ করোনায় অনাথ হওয়া শিশুদের শনাক্ত করতে এবং তাদের ত্রাণ সরবরাহ করার জন্য রাজ্যগুলিকে নির্দেশও দেয় শীর্ষ আদালত৷ রাস্তায় অনাহারে থাকা শিশুদের কষ্ট বুঝতে হবে বলেই রায় সুপ্রিম কোর্টের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + six =