CAA-র নিয়ম তৈরির আগেই অমুসলিম শরণার্থীদের নারগিকত্ব! বিজ্ঞপ্তিত জারি কেন্দ্রের

CAA-র নিয়ম তৈরির আগেই অমুসলিম শরণার্থীদের নারগিকত্ব! বিজ্ঞপ্তিত জারি কেন্দ্রের

6a4efc1a09af25f6eb975e1a778e708b

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে এখনও নির্দিষ্ট নিয়ম প্রস্তুত করতে পারেনি কেন্দ্র৷ সিএএ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে৷ ভোটের আগে প্রচারেও অমিত শাহের মুখে বারবার উঠে এসেছে সিএএ প্রসঙ্গ৷ এবার প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ 

আরও পড়ুন- শেষকৃত্যের পর ফিরে এলেন ‘মৃত’ ব্যক্তি!

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের পাঁচ রাজ্যের ১৩ জেলায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব আইন, ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ যে পাঁচ রাজ্যের শরণার্থীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, সেই রাজ্যগুলি হল গুজরাত, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাব৷ এই পাঁচ রাজ্যের ১৩টি জেলার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি শরণার্থীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন৷  

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে গুজরাতের  রাজকোট, পাটান, মোরবি এবং বদোদরা, ছত্তিশগড়ের দুর্গ এবং বালোদবাজার, রাজস্থানের উদয়পুর,  বার্মার, পালি, জালোর এবং সিরোহি জেলা, হরিয়ানার ফরিদাবাদ এবং পঞ্জাবের জলন্ধর জেলায় আসা শরণার্থীরা নাগরিকত্বের আবেদন জানাতে পারবেন৷  

প্রসঙ্গত,  নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এর মাধ্যমেও বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। ২০২০ সালের ১০ জানুয়ারি আমাদের দেশে সিএএ লাগু হয়। তবে আজও পর্যন্ত এই আইনের নিয়ম তৈরি করতে পারেনি কেন্দ্রীয় সরকার৷ সিএএ প্রয়োগ করার জন্য ২০২১ সালের ৯ জুলাই পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্র৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *