নয়াদিল্লি: এবার বাজারে পাওয়া যাবে ঘরে বসেই কোভিড ১৯ পরীক্ষা করার কিট৷ যার নাম দেওয়া হয়েছে ‘কোভিসেল্ফ’৷ যে কোনও ওষুধের দোকানেই নয়, এই কিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম ফ্লিপকার্ট এবং সরকারি ই-মার্কেটপ্লেসেও৷
আরও পড়ুন- ফাইজার প্রাপ্তবয়স্ক এবং শিশু, উভয়ের ক্ষেত্রেই সাহায্যকারী, বক্তব্য এইমস প্রধানের
এবার ঘরে বসেই মাত্র ১৫ মিনিটে করোনার পরীক্ষা করা যাবে। মাই ল্যাব নামে পুনের ডায়গনস্টিক ফার্ম এই কোভিসেল্ফের শিপিং শুরু করে দিয়েছে। তবে এই কিট এখন পাওয়া যাবে যে কোনও ওষুধের দোকান ও ই–মার্ট ফ্লিপকার্টেও। মাই ল্যাব সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ জুন থেকে তারা ১০ লক্ষ টেস্ট কিট রোল আউট করবে৷ প্রত্যেক সপ্তাহে সাত লক্ষ ইউনিট তৈরি করা হবে৷ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হাসমুখ রাওয়াল বলেন, ‘এই কিট করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানো রুখতে পারবে৷ আমাদের লক্ষ্য কোভিসেল্ফ যাতে দেশের সব জায়গায় পৌঁছে দেওয়া৷ বিশেষ করে গ্রামীণ এলাকায়, যেখানে পরীক্ষা করার বিকল্প কম৷’ সংস্থা তরফে বলা হয়েছে, ঘরে বসে এই পরীক্ষা করতে হলে আগে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল প্লে স্টোর থেকে কোভিসেল্ফ নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এরপর সেখানে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
উল্লেখ্য, আইসিএমআর মে মাসেই এই ফার্মকে কোভিসেল্ফ তৈরি করার ছাড়পত্র দিয়েছে। দেশের প্রথম কোভিড-১৯ টেস্ট কিট, যা দিয়ে বাড়িতে বসেই করোনার টেস্ট করা যাবে খুব সহজে এবং মাত্র ১৫ মিনিটেই মিলবে রেজাল্ট৷ এই কিটের দাম ২৫০ টাকা৷ গত বছর এই সংস্থাই প্রথম আরটি-পিসিআর টেস্ট কিট ভারতে এনেছিল, যা বর্তমানে এখন কোভিড-১৯ টেস্ট করার জন্য ব্যবহৃত হচ্ছে। কোনও প্রেসক্রিপশন ছাড়াই এই কিট ব্যবহার করা যাবে। করোনা আক্রান্ত হয়েছেন সন্দেহ হলেই এই কিট কিনে এনে বাড়িতেই করা যাবে পরীক্ষা। তবে আইসিএমআরের তরপে বলা হয়েছে, করোনার কোনও উপসর্গ না থাকলে বা কোনও কোভিড পজিটিভ ব্যক্তির কাছাকাছি না এলে এই পরীক্ষা করার প্রয়োজন নেই৷