এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

f9e3b101e21229ddd9e9e329e5b12790

 

নয়াদিল্লি: হেঁশেলে আগুন৷ মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে ১ জুলাই থেকে ফের বাড়ল রান্নায় গ্যাসের দাম৷ এক ধাক্কায় ২৫ টাকা ৫০ পয়সা দাম বাড়ল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের। যার জরে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৬১ টাকা৷ আগে এই সিলিন্ডারের জন্য দিতে হত ৮৪৬ টাকা৷ আজ থেকে ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৮৬১.৫০ টাকায়। অন্যদিকে ৭৬ টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম৷ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৬২৯ টাকা। 

আরও পড়ুন- সারা দিন ভূতের তাণ্ডব, ‘প্রেতাত্মা’দের হাত থেকে বাঁচতে থানায় অভিযোগ যুবকের!

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখ গ্যাস সিলিন্ডারের নতুন দাম ধার্য করে থাকে৷ এর আগে ফেব্রুয়ারি ও মার্চ মাসে রান্নার গ্যাসের দাম বাড়লেও, এপ্রিল মাসে অপরিবর্তিত ছিল৷ পরে এপ্রিল মাসেই গ্যাসের দাম ১০ টাকা কমানো হয়৷ মে মাসে আর কোনও পরিবর্তন করা হয়নি৷ তবে মাস পড়তেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের৷ যার জেরে রাজধানী দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮০৯ টাকা থেকে বেড়ে হল ৮৩৪ টাকা ৫০ পয়সা৷ অন্যদিকে, বাণিজ্য নগরী মুম্বইতেও ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য গুণতে হবে ৮৩৪ টাকা ৫০ পয়সা৷ উল্লেখ্য, গত ছয় মাসে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ১৪০ টাকা৷ 

আরও পড়ুন- বৃহন্নলাকে বিয়ে করে সমাজে দৃষ্টান্ত তৈরি করলেন নাসিকের সঞ্জয়

অন্যদিকে, বিভিন্ন রাজ্যে সেঞ্চুরির পথে পেট্রোল ডিজেল৷ নভেম্বর থেকেই ক্রুড অয়েল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দাম বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে৷ ভারত ক্রুড অয়েলের উপর নির্ভরশীল হওয়ায় আমাদের দেশে পেট্রোপণ্যের দামও ঊর্ধ্বমুখী৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *