দিসপুর: করোনাভাইরাস পরিস্থিতির জন্য এবছর অনেকগুলি পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অন্য পদ্ধতিতে মূল্যায়ন করে পড়ুয়াদের নম্বর দেওয়া হচ্ছে। গত বছর এবং এই বছর যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাদের যে ভবিষ্যতে সমস্যা হতে পারে তার একটা আন্দাজ করা গিয়েছিল। এবার সেটাই যেন সত্যি হল। অসম সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ বছর যারা সরকারি চাকরির পরীক্ষায় বসবেন তাদের বিশেষ পরীক্ষা দিতে হবে কারণ এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর সরকারি চাকরির পরীক্ষায় বিবেচনা করা হবে না।
গোটা বিষয় নিয়ে অসমের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিশেষ পদ্ধতিতে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে এই বছর যেহেতু পরীক্ষা বাতিল হয়েছে। তবে পড়ুয়ারা মূল্যায়ন পরীক্ষায় সন্তুষ্ট না হলে নিজেদের সিদ্ধান্তে পরীক্ষায় বসতে পারেন। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেপ্টেম্বর মাসের মধ্যে সেই পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। এই প্রেক্ষিতে অসম সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবারের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার নম্বর সরকারি চাকরির পরীক্ষায় গ্রাহ্য করা হবে না। যারা সরকারি চাকরি দিতে চান তাদের বিশেষ পরীক্ষা দিতে হবে। অতএব গত বছর এবং এই বছর যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে যে এটা বড় সমস্যা তা বলাই বাহুল্য।
আরও পড়ুন- উপাচার্যের নামে ছাত্র-কর্মীদের ভুয়ো ই-মেল পাঠিয়ে নানা দাবি, প্রতারণার অভিযোগ থানায়