যাঁরা বলেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তাঁরা প্রকৃত হিন্দু নন: মোহন ভাগবত

যাঁরা বলেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তাঁরা প্রকৃত হিন্দু নন: মোহন ভাগবত

নয়াদিল্লি:  মুসলিম বিরোধী ভাবমূর্তি ঝেড়ে ফেলে এবার ঐক্যের বার্তা দিলেন খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত৷ তাঁর কথায়, প্রত্যেক ভারতবাসীর পরিচয় ভারতীয় হিসাবে৷ তিনি আরও বলেন, ‘কেউ যদি বলে থাকেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তাহলে তিনি প্রকৃত হিন্দুই নন৷ কারণ প্রত্যেক ভারতীয়র ডিএনএ এক৷’’ ভারতে মুসলিমরা নিরাপদ নয় বলে আশঙ্কা করার কোনও প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি৷ 

আরও পড়ুন- চিকিৎসক, নার্স-সহ সব স্বাস্থ্যকর্মীদের ‘ভারতরত্ন’ দেওয়া হোক! আওয়াজ তুললেন কেজরি

রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, ‘‘কেউ কেউ গো রক্ষার দোহাই দিয়ে কারও কারও উপর আক্রমণ হানছে৷ তাঁরা আসলে হিন্দুত্বের বিরোধী৷ আমাদের মনে রাখতে হবে ভারতের হিন্দু ও মুসলমান একই ডিএনএ থেকে এসেছে৷ গোরক্ষার নামে হিংসা বরদাস্ত করা হবে না৷ আইন আইনের পথে চলবে৷ পক্ষপাতিত্বহীনভাবে তদন্ত করতে হবে৷’’ তিনি আরও বলেন, ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়৷ এর জন্য প্রয়োজন দেশপ্রেম৷ এআরএসএস সংখ্যালঘু বিরোধী এবং ভারতে মুসলিমরা বিপদের মধ্যে রয়েছে বলে যে ভয় দেখানো হচ্ছে, তা একেবারেই অসত্য৷ এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে৷ 

আরও পড়ুন- ‘চোরের দাড়ি’! রাফাল ইস্যুতে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে রাহুল

উগ্র হিন্দুত্ববাদী মন্তব্য নয়, বরং এদিন আগাগোড়াই সাম্প্রদায়িক ঐক্যের কথা বলে গিয়েছেন সংঘ প্রধান৷ তবে গো সংরক্ষণ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘গরু পবিত্র প্রাণি৷ কিন্তু গো-রক্ষার ওজরে যাঁরা অন্যকে আক্রমণ করছেন, তাঁরা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন৷’’ তাঁর স্পষ্ট বার্তা, আমরা সকলেই গণতান্ত্রিক দেশের নাগরিক৷ এখানে হিন্দু বা মুসলিম কারও একার প্রাধান্য প্রতিষ্ঠা হতে পারে না৷ এখানে প্রাধান্য পাবে শুধু ভারতীয়রা৷ আর দেশকে আরও শক্তিশালী করতে প্রয়োজন সামাজিক উন্নয়ন৷’’        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eleven =