নয়াদিল্লি: ফ্রান্সের সঙ্গে ভারত রাফাল যুদ্ধবিমান নিয়ে চুক্তি করার পর থেকেই কংগ্রেস দাবি তুলতে শুরু করেছিল যে যুদ্ধবিমান নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর আগে একাধিক মিডিয়ায় রিপোর্টে রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগের কথা সামনে এসেছে। এবার ফ্রান্সে ফের একবার এই মামলা নিয়ে তদন্ত শুরু হতে চলেছে বলেই খবর। আর সেই প্রেক্ষিতে আবার আক্রমণের সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পরোক্ষে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
এদিন নাম না করে কংগ্রেস সাংসদ একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তির দাড়ি থেকে সোজা রাফাল যুদ্ধবিমান বেরোচ্ছে। দেখে না বোঝার কোনও জায়গা নেই যে সেটি কার দাড়ি। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী যে ধরণের দাড়ি রেখেছেন তার সঙ্গে এই ছবির ব্যক্তির দাড়ির সাদৃশ্য রয়েছে বটে। আর এই ছবি পোস্ট করে রাহুল গান্ধী লিখেছেন, ‘চোরের দাড়ি’। যদিও পরোক্ষে প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণের পাল্টা দিতে ছাড়েননি বিজেপির আইটি প্রধান অমিত মালব্য। পাল্টা টুইটে তিনি লিখেছেন, “২০১৯ সালে আপত্তিজনক মন্তব্যের পর রাহুল গান্ধী এ বার আরও নীচে নেমে গিয়েছেন। সারা ভারতের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে। ২০২৪ নির্বাচনে এই ইস্যুতে লড়াইয়ের জন্য স্বাগত।”
উল্লেখ্য, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের প্রশাসনের সঙ্গে ভারত সরকারের এই যুদ্ধ বিমান নিয়ে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়। কিন্তু এই চুক্তিতে দুর্নীতি এবং পক্ষপাতিত্ব হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করে। দাবি ছিল, বর্তমান সরকারের অধীনে ভারত এক একটি রাফাল যুদ্ধবিমান কিনছে ১,৬৭০ কোটি টাকা করে। এদিকে ইউপিএ সরকার যখন এই বিমানই কেনার পরিকল্পনা করছিল, তখন তার দাম উঠেছিল ৫২৬ কোটি টাকা। এত বেশি দাম কয়েক বছরের মধ্যে হয়ে যাওয়ায় সন্দেহ করতে শুরু করে বিরোধীরা। এবার আবার ফ্রান্সে এক বিচারকের তত্ত্বাবধানে শুরু হতে চলেছে রাফাল মামলার তদন্ত। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফ্রান্সের পাবলিক প্রসিকিউশন সার্ভিসের আর্থিক অপরাধ শাখার প্রাক্তন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।