ধ্বংস করতে এক সেকেন্ডও ভাবছে না! কেন্দ্রকে ফের নিশানা রাহুলের

ধ্বংস করতে এক সেকেন্ডও ভাবছে না! কেন্দ্রকে ফের নিশানা রাহুলের

নয়াদিল্লি: বছরের পর বছর ধরে যা তৈরি হয়েছে তা ধ্বংস করতে এক সেকেন্ডও ভাবছে না বর্তমান কেন্দ্রীয় সরকার। এমনই চাঁচাছোলা ভাষাতে বিজেপি নেতৃত্বকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মূলত ভ্যাকসিন ইস্যু নিয়ে আক্রমণ হলেও তার সঙ্গে ছিল জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব ইস্যু, চীনের সঙ্গে সীমান্ত থেকে শুরু করে বেসরকারিকরণ। সব মিলিয়ে একাধিক বিষয়ে মন্তব্য করে নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ।

এখন দেশে করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের মাঝেই রয়েছে অপর্যাপ্ত ভ্যাকসিনের সমস্যা। পরিস্থিতি এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি কেন্দ্র। সেই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের ব্যর্থতা তুলে ধরেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এর পাশাপাশি তিনি চীনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে খোঁচা মারেন কেন্দ্রীয় সরকারকে। আবার একই সঙ্গে বেকারত্ব থেকে শুরু করে জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃষক সমস্যা থেকে শুরু করে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। এই প্রসঙ্গেই রাহুলের বক্তব্য, বিগত বছরগুলি ধরে যা তৈরি করা হয়েছে দেশে তা কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার। অন্যদিকে সীমান্ত ইস্যু নিয়ে রাহুলের বক্তব্য, বর্তমান কেন্দ্রীয় সরকার দেশ কে আগের তুলনায় অনেক বেশি দুর্বল করে দিয়েছে। বর্তমানে ভারত যতটা অসুরক্ষিত রয়েছে এর আগে কোনদিন এতটা অসহায় ছিল না। রাহুল আরও দাবি করে বলেছেন, এখন যেভাবে বিদেশ এবং প্রতিরক্ষা নীতিকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে তার জন্য দেশ প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে। 

আরও পড়ুন- আসছে ভোট, বারাণসীকে ১৫০০ কোটির প্রকল্প উপহার, যোগীকে দরাজ সার্টিফিকেট মোদীর

যদিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। তাদের বক্তব্য ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি। অন্যদিকে অপর্যাপ্ত ভ্যাকসিন প্রসঙ্গে মুখ খুলে রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি বলেন, এই ধরনের মন্তব্য করে আদতে দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *