আসছে ভোট, বারাণসীকে ১৫০০ কোটির প্রকল্প উপহার, যোগীকে দরাজ সার্টিফিকেট মোদীর

আসছে ভোট, বারাণসীকে ১৫০০ কোটির প্রকল্প উপহার, যোগীকে দরাজ সার্টিফিকেট মোদীর

নয়াদিল্লি: বছর ঘুরলেই উত্তর প্রদেশে বিধানসভা ভোট৷ তার আগে বারাণসীতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পর কনভেনশন সেন্টার উদ্বোধনের পর বিএইচইউ হাসপাতালে মা এবং শিশু স্বাস্থ্য বিভাগও ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন- সীমান্ত নিয়ে আলোচনার দাবি ‘খারিজ’, প্রতিরক্ষা কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন রাহুল

২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন৷ আর আগে ২০২২-এর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ একসঙ্গে দুটি নির্বাচনকে নিশান করলেন মোদী৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, কাশির উন্নয়নে ১৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হচ্ছে৷ গত কয়েক মাস গোটা মানবজাতির জন্য কঠিন সময় ছিল৷ সর্বশক্তি দিয়ে আক্রমণ চালিয়েছে করোনার ভয়ঙ্কর রূপ৷ কিন্তু কাশী দেখিয়ে দিয়েছে কী ভাবে সেই আক্রমণ রুখতে হয়৷ দেশের সবচেয়ে বড় রাজ্য, বিপুল জনসংখ্যা নিয়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে তা অভূতপূর্ব৷ আগে ইচ্ছাশক্তির অভাবে ছোট সঙ্কটও বড় আকার ধারণ করত৷ কিন্তু করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশের প্রচেষ্টা বিশেষ ভাবে উল্লেখযোগ্য৷ সবচেয়ে বেশি টেস্ট এখানে হয়৷ সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে এই রাজ্যেই৷ বিনামূ্ল্যে সকলকে টিকা দেওয়া হচ্ছে৷ 

আরও পড়ুন- এবার সংসদ কাঁপবে ‘দাদা ও দাদা’ স্লোগানে, প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে তৃণমূল

প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তরপ্রদেশে মেডিক্যাল ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্ত আসছে৷ স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিকাঠানো গড়ে উঠেছে, তা ভবিষ্যতে করোনা মোকাবিলায় কাজে আসবে৷ তিনি বলেন, চার বছর আগে যেখানে হাতেগোনা মেডিক্যাল কলেজ ছিল এখন তা চারগুণ বৃদ্ধি পেয়েছে৷ মেডিক্যাল কলেজের নির্মাণ বিভিন্ন পর্যায়ে রয়েছে৷ উত্তরপ্রদেশে প্রায় ৫৫০টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে৷ আজই বারাণসীতে ১৪টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হবে৷ কেন্দ্রীয় সরকার ২৩ হাজার কোটি টাকার যে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে, তাতে উপকৃত হবে উত্তরপ্রদেশও৷ কাশিতে বড় মেডিক্যাল হাব তৈরি করা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =