জয়ললিতার রাজ্যে দেওয়াল জুড়ে মমতা, তার মধ্যেই ‘আম্মা’কে দেখছে তামিলনাড়ু

জয়ললিতার রাজ্যে দেওয়াল জুড়ে মমতা, তার মধ্যেই ‘আম্মা’কে দেখছে তামিলনাড়ু

da6e5fa4925ddb2f00f9af45c4fe44c5

চেন্নাই:  ২১ জুলাই নিয়ে তৃণমূলের প্রস্তুতি এখন তুঙ্গে৷ কলকাতা তো বটেই ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সারা দেশে ভার্চুয়ালি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ দেশজুড়ে জায়েন্ট স্ক্রিনে ধরা দেবেন দলনেত্রী৷ দিল্লিতেও শহিদ দিবস পালন করবেন তৃণমূলের সাংসদরা৷ এই প্রস্তুতির মাঝেই তামিলনাড়ুর দেওয়ালে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ পাশে তামিল ভাষায় লেখা ‘মমতা আম্মা’৷ তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই আম্মাকে খুঁজছে তামিলনাড়ুর মানুষ? 

আরও পড়ুন –আবারও পতন দেশের কোভিড সংক্রমণে, নিম্নমুখী মৃত্যুও

দক্ষিণী এই রাজ্যের মানুষগুলোর কাছে ‘আম্মা’ মানেই একটা আবেগ৷ ‘আম্মা’ মানেই ভালোবাসা৷ এক সময় জয়ললিতাকে ‘আম্মা’ বলেই ডাকত সেই রাজ্যের মানুষ৷ তামিল রাজনীতিতে তাঁর প্রভাব কারও অজানা নয়৷ লক্ষ লক্ষ মানুষ তাঁর কথায় জীবনের বাজি রাখতে প্রস্তুত ছিল৷ তিনি মারা যাওয়ার পর সেই স্থান ছিল শূন্য৷ দীর্ঘদিন পর মমতার মধ্যেই ফের ‘আম্মা’কে খুঁজতে চাইছেন তাঁরা৷ 

প্রসঙ্গত, তামিল ভাষাতেই ২১ জুলাইয়ের প্রচার করেছে তৃণমূল৷ তামিল ভাষাতেই হয়েছে দেওয়ার লিখন৷ তবে মমতার ছবির পাশে ‘আম্মা’ শব্দটি যেন এক সুপ্ত আবেগকে জাগিয়ে তুলেছে৷ বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে ‘মা ক্যান্টিন’ চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যেখানে ৫ টাকায় দেওয়া হচ্ছিল খাবার৷ অনেকেই মনে করেন জয়ললিতার ‘আম্মা ক্যান্টিন’ থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন তিনি৷ এ নিয়ে অনেক সমালোচনাও হয়৷ কিন্তু তামিলনাড়ুর মানুষ এখন মমতার মধ্যেই খুঁজতে চাইছেন আম্মার প্রতিচ্ছবি৷ 

আরও পড়ুন- তালিবানি হামলায় প্রাণ হারালেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক

প্রসঙ্গত তামিলনাড়ুতেও টিএমসি রয়েছে৷ যার পুরো নাম তামিল মানিলা কংগ্রেস৷ যদিও এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই৷ তবে আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে গোটা দেশে নিজেদের শাখা বিস্তারের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ ক্রমেই দিদি থেকে আম্মা হয়ে উঠছেন তিনি৷ বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *