তালিবানি হামলায় প্রাণ হারালেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক

তালিবানি হামলায় প্রাণ হারালেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক

203e310ab7b37ff5a83f11d3a5e4c69d

নয়াদিল্লি: দানিশ সিদ্দিকী। পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক ছিলেন তিনি। সম্প্রতি কান্দাহারে পোস্টিং ছিল তাঁর এবং সেখানকার অশান্ত পরিবেশের ছবি তুলতে গিয়েছিলেন তিনি। কাজ করছিলেন আফগান সেনা বাহিনীর সঙ্গে। সেখানেই তালিবানি হামলার মুখে পড়ে নিহত হলেন বিখ্যাত এই চিত্র সাংবাদিক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন দানিশ। 

সূত্র মারফত জানা গিয়েছে, তালিবানদের সঙ্গে আফগান সেনাবাহিনীর ক্রমাগত সংঘর্ষে গতকাল রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ সিদ্দিকী। তিনি আফগান সেনা শিবির ছিলেন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। পরবর্তী ক্ষেত্রে আজ সকালে ফের তালিবানি হামলার মুখে পড়ে আফগান সেনারা। হামলা হয় ওই ক্যাম্পে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীয় এই চিত্র সাংবাদিকের। মুম্বইয়ের বাসিন্দা দানিশ জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন। টিভি সংবাদ মাধ্যম থেকে নিজের ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী ক্ষেত্রে ফটোজার্নালিস্ট হিসেবেই বিখ্যাত হন তিনি। নিজের কাজের ক্ষেত্রে কোন দিন কোনরকম আপস করেননি দানিশ। অবশেষে সেই কাজের কারণেই অসময়ে চলে যেতে হলে তাকে। মাত্র ৪০ বছর বয়সে জীবনের মায়া ত্যাগ করলেন তিনি।

 

২০১০ সালে রয়টার্সে ইন্টার্ন হিসেবে ঢোকেন দানিশ সিদ্দিকী। পরে ইরাকের যুদ্ধের ছবি তুলতে যান; নেপালের ভূমিকম্পের ছবির পাশাপাশি হংকং প্রোটেস্ট, ২০২০-র দিল্লির দাঙ্গার ছবিও তোলেন। ইনিই ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *