‘পেগাসাস’-এ উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে শুরুতেই মুলতুবি দুই কক্ষ

‘পেগাসাস’-এ উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে শুরুতেই মুলতুবি দুই কক্ষ

নয়াদিল্লি:  বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তাল সংসদ৷ বিরোধীদের তাণ্ডবে মুলতুবি দিয়ে শুরু হল অধিবেশন৷ আজ সংসদের উভয় কক্ষেই চরম ড্রামা হবে বলে মনে করা হচ্ছে৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি ও সিপিএম রাজ্যসভায় নির্ধারিত সূচি বাতিল করে পেগাসাস নিয়ে আলোচনা দাবি জানিয়েছে৷ পেগাসাস নিয়ে উত্তাল হতে চলেছে লোকসভাও৷ সংসদে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ 

আরও পড়ুন- নিজের ছাতা নিজে ধরতেই টুইটারে ট্রেন্ড ‘আমার গর্ব’, ভাবমূর্তি বদলের কৌশল মোদীর?

রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোন হ্যাক নিয়ে তোলপাড় গোটা দেশ৷ এই বিষয়ে আজ সংসদে বিবৃতি দেবেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তবে পেগাসাস ইস্যুতে সরকারকে কোনঠাসা করতে প্রস্তুত বিরোধীরা৷ ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে সোচ্চার হয়েছে কংগ্রেস৷ সাড়ে দশটা নাগাদ সিপিপি দফতরে নিজেদের কৌশল ঠিক করতে বৈঠকে বসেন কংগ্রেস সাংসদরা৷ পেগাসাস নিয়ে প্রতিটি রাজ্যে সাংবাদিক বৈঠক করার কথাও ঘোষণা করেছে কংগ্রেস৷ 

আরও পড়ুন- গোমাংস দিয়ে তৈরি? ক্যাডবেরি বয়কটের ডাক নেটিজেনদের

এদিন লোকসভায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় বলেন, কোভিড ১৯ নিয়ে পৃথক ভাবে সেন্ট্রাল হলে প্রেজেনটেশন দিতে হবে প্রধানমন্ত্রীকে৷ সাংসদরা নিজ নিজ কেন্দ্রেও পৃথক পৃথক ভাবে কোভিড নিয়ে আলোচনা করবেন৷ রাজ্যসভায় সিপিআইএম-এর দলনেতা এলামারাম করিম নোটিশ দিয়ে নির্দিষ্ট বিষয় বাতিল করে পেগাসাস নিয়ে আলোচনার দাবি তোলেন৷  এদিকে, পেগাসাস ইস্যুতে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা

এদিন অধিবেশন শুরু হতেই উত্তাল হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বারবার আবেদন জানালেও শান্ত হয়নি পরিবেশ৷  এদিকে পেগাসাসে হ্যাক হওয়ার তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অন্তত পক্ষে দু’জন মন্ত্রী৷ একজন অশ্বিনী বৈষ্ণব এবং অন্যজন রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল৷ বৈষ্ণব সদ্যই রেল এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =