গোমাংস দিয়ে তৈরি? ক্যাডবেরি বয়কটের ডাক নেটিজেনদের

গোমাংস দিয়ে তৈরি? ক্যাডবেরি বয়কটের ডাক নেটিজেনদের

নয়াদিল্লি: ক্যাডবেরি সংস্থার সব চকলেট বয়কট করার ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ অনেকেই মনে করছেন যে ক্যাডবেরি সংস্থার চকলেট তৈরি হয় গো মাংস দিয়ে! ইতিমধ্যে এই ইস্যুতে ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে ভারতে। মূলত হিন্দু ধর্মাবলম্বী মানুষের অধিকাংশ ক্যাডবেরি সংস্থার বিরুদ্ধে আঙ্গুল তুলতে শুরু করেছে। কিন্তু হঠাৎ কেন এই ইস্যু সংবাদ শিরোনামে চলে এলো?

আসলে ক্যাডবেরি সংস্থার কিছু পণ্য জেলাটিন দিয়ে তৈরি হয়। এমন তথ্য দেওয়া আছে সংস্থার ওয়েবসাইটেই। এখন কথা হল, এই জেলাটিন তৈরি হয় গরুর মাংস থেকে। সেই প্রেক্ষিতেই এখন ক্যাডবেরি সংস্থার পণ্য নিষিদ্ধ করার ডাক দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। গরুর মাংস দিয়ে যদি পণ্য তৈরি হয় তাহলে সেটা কী করে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা খাবে, তাই নিয়ে প্রশ্ন তুলে সংস্থার উপরে রাগ দেখাচ্ছেন অধিকাংশ মানুষ। যদিও গোটা ঘটনায় বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্যাডবেরি সংস্থা। তারা স্পষ্ট জানাচ্ছে, ভারতে যে সব পণ্য বিক্রি করা হয়, তা পুরোপুরি নিরামিষ। ওয়েবসাইটের যে অংশের ছবি টুইটারে ঘুরছে, তা আদৌ ভারতের কোনও সামগ্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি তাদের। সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে, যে কোনও চকোলেটের প্যাকেটে সবুজ একটি চিহ্ন থাকে, যা বুঝিয়ে দেয় যে সেই পণ্যটি নিরামিষ। ভারতে তেমন চকোলেটই পাঠানো হয় বলে স্পষ্ট দাবি ক্যাডবেরির। 

আসলে এক নেটিজেন ক্যাডবেরি ইউকেকে টুইটারে ট্যাগ করে লেখে, ”আমাদের পূর্ব পুরুষেরা নিজেদের প্রাণ দিয়েছেন, তবু গরুর মাংস মুখে তোলেননি কখনও। যদি বিষয়টি সত্যি হয় তাহলে ক্যাডবেরির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য এবং জোর করে গো মাংস খাওয়ানোর জন্য। সেই প্রেক্ষিতেই ক্যাডবেরি সংস্থা উত্তর দিয়েছে এই ইস্যুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *