দুবাই: আইপিএল ম্যাচে ধারাভাস্য দেওয়ার সময় অনুষ্কাকে জড়িয়ে বিরাট কোহলিকে ব্যক্তিগত আক্রমণ শানানোর পর থেকেই বিতর্কে কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাওস্কর৷ তাঁর মন্তব্যকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠতেই সাফাই দিলেন তিনি৷ বললেন, বিরাটের ব্যর্থতার জন্য তিনি অনুষ্কাকে দায়ী করেননি৷
আরও পড়ুন- ‘লকডাউনে অনুষ্কার বলে প্র্যাকটিস করেছে বিরাট’! গাওয়াস্করের মন্তব্যে পাল্টা জবাব অনুষ্কার
শুক্রবার সন্ধ্যায় গাওস্কর বলেন, ‘‘আমি কোথায় অনুষ্কাকে দোষ দিলাম? আমি শুধু ওই ভিডিয়োতে যা দেখা গিয়েছে, সেটাই বলেছি৷ সম্ভবত পাশের কোনও বিল্ডিং থেকে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে অনুষ্কা বিরাটকে বল করছেন। বিরাট তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি এটুকুই বলেছি।’’ আত্মপক্ষ সমর্থনে গাওস্কর আরও বলেন, তিনি নিজে বরাবরই ট্যুরে যাওয়ার সময় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রীদের যাওয়ার পক্ষে সওয়াল করেছেন৷ তাঁর কথায়, ‘‘আমি এমন একজন মানুষ যে কিনা ক্রিকেটার স্বামীর সঙ্গে স্ত্রীর যাওয়ার পক্ষপাতি৷ একজন সাধারণ মানুষ ৯টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি করে৷ ডিউটির পর সে তাঁর স্ত্রীর কাছে ফিরে আসে৷ ক্রিকেটারদেরও এই সুযোগ পাওয়া উচিত৷’’ তিনি মনে করেন, বিদেশের মাঠে হোক বা ভিন রাজ্য, খেলা শেষে অস্থায়ী ঠিকানায় স্ত্রীর কাছেই ফিরে যাওয়ার অধিকার রয়েছে ক্রিকেটারদেরও৷ তাই আমি কখনই অনুষ্কাকে দোষ দিতে পারি না৷
প্রসঙ্গত, দু’দিন আগে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ওই ম্যাচে বিরাটের পারফরম্যান্স ছিল বেশ দুর্বল৷ তিনি দু’বার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন৷ ব্যাট করতে নেমে আউট হয়ে যান মাত্র এক রানে৷ এর পরেই কমেন্ট্রি বক্স থেকে গাওয়াস্করের টিপ্পনি, ‘‘এই যে লকডাউন ছিল, সেই সময় বিরাট শুধু অনুষ্কার বোলিংয়েই প্র্যাকটিস করেছে৷ আমি ওই ভিডিয়োটা দেখেছি৷ ওতে কিছু হওয়ার নয়৷’’ লকডাউনের মাঝে কোহলি ফ্যান পেজে একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছিল৷ যেখানে অনুষ্কাকে বোলিং করতে দেখা যায়৷
আরও পড়ুন- মাহির ছক্কা হাঁকানো বল এখন কোথায়? চিরুনি তল্লাশি দিচ্ছে এমসিএ
গাওয়াস্করের এই মন্তব্যের পর মুখ খোলেন অনুষ্কাও৷ তিনি বলেন, ‘‘মিস্টার গাওস্কর আপনার মন্তব্য কুরুচিকর। তবুও আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দোষারোপ করার মতো চিন্তা ভাবনা আপনি কী করে করলেন? আমি নিশ্চিত, এত বছর ধরে ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান করে এসেছেন। আপনার কি মনে হয় না আমাদেরও একই সম্মান দেওয়া উচিত৷’’