‘লকডাউনে অনুষ্কার বলে প্র্যাকটিস করেছে বিরাট’! গাওয়াস্করের মন্তব্যে পাল্টা জবাব অনুষ্কার

‘লকডাউনে অনুষ্কার বলে প্র্যাকটিস করেছে বিরাট’! গাওয়াস্করের মন্তব্যে পাল্টা জবাব অনুষ্কার

 

নয়াদিল্লি:  আইপিএল ম্যাচে ধারাভষ্যের সময় বিরাট কোহলিকে ব্যক্তিগত আক্রমণ করে বিতর্কে জড়ালেন প্রাক্তন ক্রিকেট তারকা সুনীল গাওয়াস্কর৷ স্ত্রী অনুষ্কা শর্মাকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি৷ গাওয়াস্করের এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে৷ পাল্টা দেন অনুষ্কাও৷ 

আরও পড়ুন- মাহির ছক্কা হাঁকানো বল এখন কোথায়? চিরুনি তল্লাশি দিচ্ছে এমসিএ

 

গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের৷ ওই ম্যাচে বিরাটের পারফরম্যান্স ছিল বেশ দুর্বল৷ তিনি দু’বার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন৷ ব্যাট হাতেও কামাল দেখাতে পারেননি তিনি৷ বরং আউট হয়ে গিয়েছেন মাত্র এক রানে৷ এর পরেই কমেন্ট্রি বক্স থেকে গাওয়াস্করের টিপ্পনি, ‘‘এই যে লকডাউন ছিল, সেই সময় বিরাট শুধু অনুষ্কার বোলিংয়েই প্র্যাকটিস করেছে৷ আমি ওই ভিডিয়োটা দেখেছি৷ ওতে কিছু হওয়ার নয়৷’’ প্রসঙ্গত, কিছু দিন আগে কোহলি ফ্যান পেজে একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়৷ যেখানে বিরাট ও অনুষ্কাকে ছাদে ক্রিকেট খেলতে দেখা যায়৷ প্রথমে বিরাট বোলিং করছিলেন৷ এর পর অনুষ্কা বোলিং করেন আর ব্যাট করেন বিরাট৷ এদিকে, ক্যাপ্টেনের বিরুদ্ধে এই মন্তব্যে বেজায় চটেছেন কোহলির ভক্তরা৷ কমেন্ট্রি প্যানেল থেকে গাওয়াস্করের নাম বাদ দেওয়ার জন্য বিসিসিআই-এর কাছে আবেদনও জানিয়েছেন অনেকে। 

আরও পড়ুন- ফের মাঠে নামবেন যুবরাজ? বাঁধা বিসিসিআইয়ের অবসর বিধিতে

 

 

গাওয়াস্করের এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খোলেন অনুষ্কাও৷ তিনি বলেন, ‘‘মিস্টার গাওস্কর আপনার মন্তব্য কুরুচিকর। তবুও আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দোষারোপ করার মতো চিন্তা ভাবনা আপনি কী করে করলেন? আমি নিশ্চিত, এত বছর ধরে ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান করে এসেছেন। আপনার কি মনে হয় না আমাদেরও একই সম্মান দেওয়া উচিত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 14 =