নয়াদিল্লি: চলতি বছরে দেশের ইতিহাসে সবথেকে ভালো অলিম্পিক পারফরম্যান্স দিয়েছে ভারত, এসেছে সাতটি পদক যার মধ্যে একটি সোনা। পদক জয়ীদের নিয়ে দেশের উন্মাদনা কম নয়। এদিকে আজ রাজধানী দিল্লিতে নিজের বাসভবনে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নীরজ, সিন্ধুদের খাওয়ালেন পছন্দের জিনিস।
আরও পড়ুন- আফগানিস্তানে ক্ষমতায় তালিবান, কেমন হবে তালিব শাসন? চিন্তায় নয়াদিল্লি
আসলে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে পদক জেতার পর অলিম্পিকে ব্রোঞ্জ পিভি সিন্ধুকে আইসক্রিম খাওয়াবেন তিনি। এখন সেই কথাই রাখলেন প্রধানমন্ত্রী। দুজনকে একসঙ্গে আইসক্রিম খেতে দেখা যায়।
অন্যদিকে, সোনার পদক জেতা নীরজ চোপড়াকে তার প্রিয় চুরমা খাওয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁর সঙ্গে।
এর অলিম্পিকে ভারতীয় হকি দলের সঙ্গে দেখা করেন তিনি। এমনকি খুঁটিয়ে হকিস্টিক দেখছেন প্রধানমন্ত্রী এমন দৃশ্য চোখে পড়ে।
এর পাশাপাশি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আরো দুইজন পদকজয়ী কুস্তিগীর রবি কুমার দাহিয়া, বজরং পুনিয়া। এছাড়াও সেখানে উপস্থিত ছিল ভারতীয় মহিলা হকি দল যাদের একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে।