‘খেলা হবে’র পর ত্রিপুরায় রাখি বন্ধনের তোড়জোড় তৃণমূলের, জোড় কদমে চলছে প্রস্তুতি

‘খেলা হবে’র পর ত্রিপুরায় রাখি বন্ধনের তোড়জোড় তৃণমূলের, জোড় কদমে চলছে প্রস্তুতি

a1491bb1d798c41ccd69cfa6d737c1c2

 

আগরতলা:  ১৬ অগাস্ট ত্রিপুরায় ‘খেলা হবে’ দিবস পালন করেছে তৃণমূল৷ এবার রাখি বন্ধন উৎসব নিয়ে তোড়জোড় শুরু ঘাসফুল শিবিরের৷ আগামীকাল ত্রিপুরার ৮টি জেলা ও ৬০টি বিধানসভা এলাকায় রাখি বন্ধন উৎসব পালন করবে তৃণমূল কংগ্রেস৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার-ব্যানার তৈরি হয়ে গিয়েছে৷ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তা লাগানো হবে৷ শুধু তাই নয়, একেবারে রাস্তায় নেমে রাখি বিলোনো হবে৷ পথ চলতি মানুষের হাতে বেঁধে দেওয়া হবে মৈত্রির বন্ধন৷ 

আরও পড়ুন- কেন্দ্রে মমতা, বিরোধীদের নিয়ে বৈঠক সারলেন সোনিয়া

লক্ষ্য ত্রিপুরার মসনদ৷ ছাত্র-যুবদের সামনে রেখে রবিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে রাখি বন্ধন উৎসব৷ সে রাজ্যের তৃণমূল নেতা আশিষলাল সিংহের কথায়, “রাখি বন্ধন উৎসবে আমরা সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাই৷ পর পর  কর্মসূচী রয়েছে দলের। এই কর্মকাণ্ডে ছাত্র-যুবদের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। তাই সকলকে সঙ্গে নিয়েই রবিবার আগরতলা সহ সর্বত্র রাখি উৎসব পালন করব আমরা।’’ 
 

আরও পড়ুন- ভারতের চিন্তা বাড়াচ্ছে মাসুদ আজাহারের সঙ্গে তালিবান প্রধানের সখ্যতা! বাড়বে জঙ্গি কার্যকলাপ?

এর আগে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালনে বাধা এসেছিল ত্রিপুরায়। বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিন বসানোর অনুমতি পায়নি দল৷ বাধা এসেছিল খেলা হবে দিবসের আগেও। যদিও সব বাধা পেরিয়েই বলে কিক দেন তৃণমূল নেতা সাংসদরা৷ এবার রাখিবন্ধন উপলক্ষে পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছে ঘাসফুল শিবির৷ তবে আগামী কলকাতা থেকে কারা কারা আসছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *