একদিনে ১ কোটি ৩৩ লক্ষ! টিকায় নয়া রেকর্ড দেশের, সংক্রমণে চিন্তা

একদিনে ১ কোটি ৩৩ লক্ষ! টিকায় নয়া রেকর্ড দেশের, সংক্রমণে চিন্তা

নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত যেহেতু রয়েছে তাই পরবর্তী কয়েক সপ্তাহ দেশের জন্য যে উদ্বেগজনক হতে চলেছে তা বলাই বাহুল্য। তার মধ্যে দেশের করোনা ভাইরাস সংক্রমণ যে জায়গায় রয়েছে তাতে কিছুটা স্বস্তি মিলবে ঠিকই, কিন্তু অসতর্ক হওয়া চলবে না। তবে এরই মধ্যে টিকাদানে নয়া নজির গড়ল দেশ। একদিনে টিকা পেলেন ভারতের ১ কোটি ৩৩ লক্ষ ১৮ হাজার ৭১৮ জন মানুষ। কিছুদিন আগেই ভারতের টিকাকরণের প্রশংসা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এই কদিনেই নতুন রেকর্ড ভারতের। 

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৯৬৫ জন। আর কোভিডে মৃত্যু হয়েছে ৪৬০ জনের। এর মধ্যে শুধুমাত্র কেরলেই একদিনে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি! অর্থাৎ দেশের করোনা আক্রান্তের অর্ধেকের বেশিই কেরলে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫ জন। অন্যদিকে, একদিন সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ১৮১ জন। মোট সুস্থের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৪৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। এদিকে জানা গিয়েছে, তৃতীয় ঢেউ ইতিমধ্যেই ঢুকে পড়েছে দেশে এবং অক্টোবর মাসেই সর্বাত্মক সংক্রমণ বৃদ্ধি ঘটবে! একই সঙ্গে দাবি করা হয়েছে যে শিশুরা সবথেকে বেশি আক্রান্ত হবে। সব থেকে বেশি চিন্তা থেকে যাচ্ছে সেই সব শিশুদের নিয়ে যাদের কোমর্বিডিটি রয়েছে।  

উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ভারতে সম্ভবত অতিমারির দিন শেষ হয়ে এসেছে। অর্থাৎ এতদিন ধরে যে ‘প্যান্ডেমিক’ চলছিল সেটি এখন পৌঁছে গিয়েছে ‘এন্ডেমিক’-এর জায়গায়। ভারতে এখন করোনাভাইরাস এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে মনে করা হচ্ছে পরিস্থিতি এখন অতিমারি পর্যায়ে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *